পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের তালদশী-দুবাইরা সড়কের বেহাল অবস্থার উন্নয়নে এগিয়ে এসেছে এগারসিন্দুর ইউনিয়ন জামায়াত ও ইসলামী ছাত্রশিবির। দীর্ঘদিন ধরে বর্ষায় চলাচলের অযোগ্য হয়ে পড়া এই রাস্তাটি সংস্কারে কোনো সরকারি বা রাজনৈতিক সহায়তা না পাওয়ায় অবশেষে দলীয় উদ্যোগেই শুরু হয়েছে সংস্কার কাজ।
গতকাল সোমবার জামায়াত-শিবিরের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে সড়কটির সংস্কার কাজ শুরু হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এগারোসিন্দুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোখলেছ উদ্দিন আকন্দ, ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি ফকির মাহবুবুল আলম, পাকুন্দিয়া উপজেলা শিবির সভাপতি আকরাম হোসেন, উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম শান্ত, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি লোকমান হোসেন এবং তালদশী গ্রামের জামায়াত সেক্রেটারি আলাউদ্দিনসহ আরও অনেকে।
এলাকাবাসী জানান, গত প্রায় ৩৫-৪০ বছরে এ রাস্তাটি সংস্কারের জন্য কোনো সরকারি উদ্যোগ দেখা যায়নি। বর্ষাকালে সড়কটি কাদায় পরিণত হয়ে চলাচল অযোগ্য হয়ে পড়ে। ফলে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি ফকির মাহবুবুল আলম বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির সবসময় জনসাধারণের কল্যাণে কাজ করে আসছে। এ ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে, ইনশাআল্লাহ।”
স্থানীয়দের মতে, এই উদ্যোগ শুধু একটি রাস্তা সংস্কার নয়, বরং জনগণের প্রকৃত সমস্যা সমাধানে একটি বাস্তবধর্মী দৃষ্টান্ত।