ইবি রিপোর্টার : তীব্র শিক্ষক সংকটের মুখে বিপর্যয়ের মুখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদের একাডেমিক কার্যক্রম। প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী শিক্ষকের অভাব এবং অন্য বিভাগ থেকে শিক্ষক ধার করে শ্রেণি কার্যক্রম পরিচালনায় উদ্ভুত এই সংকট সমাধানে দ্রুত শিক্ষক নিয়োগের জোরালো সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে অনুষদ। গত বুধবার সামাজিক বিজ্ঞান অনুষদের সভায় অনুষদভুক্ত সাতটি বিভাগের সভাপতি ও সিনিয়র শিক্ষকদের উপস্থিতিতে এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অনুষদের ডিন-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন লোক প্রশাসন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, ফোকলোর স্টাডিজ, সমাজ কল্যাণ এবং কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতিগণ ও অন্যান্য সিনিয়র শিক্ষকবৃন্দ।
জানা যায়, সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে থাকা লোক প্রশাসন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, ফোকলোর স্টাডিজ, সমাজ কল্যাণ এবং কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম এই সাতটি বিভাগেই এই সংকট প্রকট। বিভাগীয় সভাপতিদের অভিযোগ, বারবার চাহিদা পাঠানো সত্ত্বেও প্রশাসনের স্বদি”ছা ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। এর ফলে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা অসম্ভবপর হয়ে পড়ছে। উল্লেখ্য, শিক্ষক সংকট নিরসনে গত ২০ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ২১টি বিভাগে ৫৯টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থ ছাড় না দেওয়ায় নিয়োগ স্থগিত হয়ে যায়। তবে সাম্প্রতিক সময়ে ইউজিসি ছয়টি বিভাগে ছয়টি পদের জন্য অর্থ ছাড় দিয়েছে, যা বর্তমান সংকটের তুলনায় নগণ্য। এই অল্প সংখ্যক নিয়োগও একটি আশার আলো জাগালেও, পুরো সংকট কাটাতে তা সময়সাপেক্ষ হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।