উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নে বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

গতকাল বুধবার বিকেলে দুর্গানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মরিচা গ্রামে জামায়াতের নির্বাচনী গণসংযোগ কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে যোগ দেন। যোগদানকারী নেতাকর্মীদের নেতৃত্ব দেন দুর্গানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন। এ সময় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, কর্মী ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোঃ আব্দুল মান্নান বলেন, “আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। ফ্যাসিবাদী শাসনামলে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছি এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সক্রিয় ভূমিকা পালন করেছি।” তিনি আরও বলেন, “বর্তমান বিএনপি আর জিয়াউর রহমানের আদর্শে নেই। আজকের বিএনপি জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়ে ভারতের প্রেসক্রিপশনে পরিচালিত হচ্ছে। এই রাজনীতির মাধ্যমে দেশের প্রকৃত স্বাধীনতা ও ইসলামী মূল্যবোধ রক্ষা সম্ভব নয় বলে আমি মনে করি।”

জামায়াতে যোগদানের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “জামায়াতে ইসলামীর আদর্শ, নৈতিক রাজনীতি ও দেশপ্রেম আমাকে গভীরভাবে আকৃষ্ট করেছে। ইসলামী আদর্শের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ও কল্যাণকর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমি আমার সহযোদ্ধাদের নিয়ে আজ জামায়াতে যোগদান করেছি।” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “আগামী ১২ তারিখের নির্বাচনে এ দেশের মানুষ ব্যালেট বিপ্লবের মাধ্যমে জামায়াতে ইসলামীর পক্ষে রায় দেবে। আমরা সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি জনগণের কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এ সময় তিনি নবাগত নেতাকর্মীদের ইসলামী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

কোনো ষড়যন্ত্র করেই দাঁড়িপাল্লার গণজোয়ার থামানো যাবে না -মাওলানা রফিকুল ইসলাম খান

উল্লাপাড়া, (সিরাজগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশের মানুষ এখন নতুন কিছু চাচ্ছে। এজন্যই দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। কোন ষড়যন্ত্র করেই দাঁড়িপাল্লার গণজোয়ার থামানো যাবে না।

গতকাল বুধবার সলপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ গঠন করাই আমাদের দায়িত্ব।

জুলাই বিপ্লবের উদ্দেশ্যই ছিল সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি মুক্ত দেশ গড়া। কিন্তু ৫ আগস্টের পর একটি দল সন্ত্রাসী কায়দায় মানুষের জমি দখল, বালু মহল দখল, চাঁদাবাজি, দুর্নীতি এমনকি পাথরও লুট করেছে। এগুলো দেখার জন্য আগস্টের বিপ্লব হয়নি।

তিনি আরো বলেন, দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। জামায়াতের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য অপেক্ষায় আছে। জামায়াত ক্ষমতায় গেলে দূর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। নতুন নতুন কর্মসংস্থান তৈরি হলে বেকার সমস্যা সমাধান হবে। সকল নাগরিক ন্যায্য অধিকার ফিরে পাবে।

এসময় বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নূরমোহাম্মদ মন্ডল, উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, সলপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোন্দকার শহিদুল ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।