জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে গতকাল বুধবার দেশব্যাপী জামায়াতে ইসলামীর উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে। আমাদের সংবাদদাতারা এ খবর জানান-

নারায়ণগঞ্জ সংবাদদাতা : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে মানব বন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ মহানগর।

বুধবার সকালে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানব বন্ধন কর্মসূচি পালন করে। মানব বন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল মো. জব্বার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মো. অ্যাডমনুল হক সরকার, নারায়ণগঞ্জ মহানগরীর প্রচার ও অ্যািডডয়া সম্পাদক আব্দুল মোমিন সহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর নেতৃবৃন্দ। নগরীর চাষাঢ়া থেকে ২নং গেট পর্যন্ত এক কিলোমিটার এলাকায় জুড়ে এ মানব বন্ধন কর্মসূচি পালন করেছে।

মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, জাতীয় সংসদ নির্বাচন সরকারের ঘোষণাকে সকল রাজনৈতিক দল ও মানুষ স্বাগত জানিয়েছে। নির্বাচন যেন সুষ্ঠু নিরপেক্ষ ও ভাল হয় সে জন্য দেশের সব মানুষ আহ্বান জানিয়েছে। এই সুষ্ঠু নির্বাচনের জন্যই বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচ দফা ঘোষণা দিয়েছে।

মাওলানা আবদুল মো. জব্বার বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দল একমত হওয়ার পরও বিএনপি বলছে নির্বাচনের কথা। বাংলাদেশ জামায়াতে ইসলামসহ সব রাজনৈতিক দল গুলো বলছে জাতীয় নির্বাচনের আগেই এ নির্বাচন দিতে হবে।

কুষ্টিয়া সংবাদদাতা : জুলাই জাতীয় সনদে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ার মজমপুর থেকে বড়বাজার পর্যন্ত দীর্ঘ এ মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে হাজারো নেতা-কর্মী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাশেম।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর ও মিরপুর– ভেড়ামারা আসনের প্রার্থী আব্দুল গফুর, কুষ্টিয়া–৩ আসনের প্রার্থী হাফেজ মুফতি মাওলানা আমীর হামজা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন এবং শহর জামায়াতের আমীর এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দার।

পাবনা : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ঘোষিত পিআর সহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে পাবনা জেলা জামায়াতের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে পাবনা শহরের শহীদ চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ঘোষিত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় ঘোষিত মানববন্ধনে পাবনা পাবনা সদর উপজেলা জামাতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুলের সঞ্চালনায়

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জামায়াত মনোনীত এঅ্যাডপ প্রার্থী ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি এ এস এম আব্দুল্লাহ, এস এম সোহেল, পাবনা পৌর জামাতের আমির উপাধ্যক্ষ আব্দুল লতিফ, সদর উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুর রব প্রমুখ।

দাউদকান্দি (কুমিল্লা) : পাঁচ দফা দাবির বাস্তবায়নের দাবিতে দাউদকান্দিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল বুধবার বাদ আসর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাস স্ট্যান্ড এলাকায় উপজেলা জামায়াতে ইসলামী এই মানববন্ধনের আয়োজন করে। এতে দলীয় নেতাকর্মী, ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আমীর ও কুমিল্লা-১ আসনের দাড়িপাল্লা প্রতীকের এঅ্যাডপ পদপ্রার্থী অ্যাডনরুজ্জামান বাহলুল, তিতাস উপজেলা আমীর ইঞ্জি. শামীম সরকার, রোকন মো. শরীফ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন, দাউদকান্দি পৌর আমির মাওলানা আবুল কাশেম প্রধানীয়া,মোখলেসুর রহমান, শাহজাহান তালুকদার, অ্যাডনরুজ্জামান অ্যাডনর,মেসবাহ উদ্দিন মিয়াজী, যুবনেতা মিজানুর রহমান আরিফ,তৌফিকুল ইসলাম, শ্রমিক নেতা ফজলে হক, বিল্লাল মিয়াজী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আফিফসহ বিভিন্ন ইউনিয়ন ও থানা পর্যায়ের শত শত নেতাকর্মী।

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ‎মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন।

‎ ‎মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, উলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, তালিমুল কোরআন বিভাগের সভাপতি মাওলানা অ্যাডহউদ্দিন, প্রশিক্ষণ বিভাগের সভাপতি জিয়াউল হক, সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হুসাইন, অর্থ সম্পাদক কামাল উদ্দিন৷ আইটি বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ, যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, আইন বিষযক সভাপতি দারুস সালাম, সভাপতি মাওলানা হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমীর নায়েব আলী ও সেক্রেটারি আবেদ- উদ দৌলা টিটন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা ও পৌর শাখার কর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা পাঁচ দফা দাবির পক্ষে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

নরসিংদী সংবাদদাতা : পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে নরসিংদীতে মানববন্ধন করেছে নরসিংদী শহর জামায়াতে ইসলামী। বুধবার (১৫ অক্টোবর) বিকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় নরসিংদী শহর জামায়াতে ইসলামীর সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির মোসলেহুদ্দীন, জেনারেল সেক্রেটারি ও নরসিংদীর পলাশ আসনের সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ আমজাদ হোসাইন,সহকারী সেক্রেটারি জেনারেল মকবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম আমির, নরসিংদী সদর আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মো. ইব্রাহিম ভূইয়া, নরসিংদী সদর উপজেলা জামায়াতের আমির মাহফুজ ভূইয়াসহ অন্যান্যরা। এসময় দলটির অঙ্গসংগঠনের ৫ শতাধিক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।

সাতক্ষীরা সংবাদদাতা : পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে বুধবার ১৫ অক্টোবর সাতক্ষীরা খুলনারোড মোড় থেকে ইটাগাছা হাটের মোড় পর্যন্ত ২ কিলোমিটার সড়কজুড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৃথক চারটি স্থানে এ মানববন্ধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। খুলনারোড মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে নের্তৃত্বদেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক। কোটসংলগ্ন সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃৃত্বদেন সদর জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও তুফানমোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ জামায়াত নের্তৃবৃন্দ।

ফেনী সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার উদ্যোগে বুধবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক বিরাট মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমীর মুফতি আবদুল হান্নান।জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সন্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য জননেতা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।আরো বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ, জেলা প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, জেলা সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, শহর আমীর ইন্জিনিয়ার নজরুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা নাদেরুজ্জামান, শ্রমিক নেতা ফারুক আহমেদ ভূঁইয়া আযাদ প্রমুখ।

গোপালগঞ্জ : গতকাল ৩ ঘটিকায় গোপালগঞ্জ জামায়াতে ইসলামী , জেলা জামায়াতের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। গোপালগঞ্জ ৩ নং আসনে মনোনীত এঅ্যাডপ প্রার্থী প্রধান অতিথি অধ্যাপক রেজাউল করিম, জেলা আমির বলেন:বাংলাদেশে সুষ্ঠু ও সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করতে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন অপরিহার্য। গোপালগঞ্জ ০১ আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ

বান্দরবান সংবাদদাতা : ৫ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামাতে ইসলামী বান্দরবান জেলা শাখার উদ্যেগে বান্দরবান প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়।

জেলা আমীর আবদুচ ছালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর ও ৩০০ নং বান্দরবান আসনের সংসদীয় আসনে জামায়াত মনোনিত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম, জেলা সেক্রেটারি মওলানা আবদুল আওয়াল, পৌরসভা আমীর মো হারুন, সদর উপজেলা আমীর মোহাম্মদ সোলাইমান, পৌরসভা সেক্রেটারি অ্যাডভোকেট শাহনেওয়াজ, ছ্ত্রশিবির বান্দরবান জেলা সভাপতি শামসুদ্দিন।

চাঁদপুর সংবাদাদাতা : ৫ দফা দাবিতে আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ অক্টোবর বুধবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন আয়োজন কর হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চাঁদপুর জেলা আমির ও ফরিদগঞ্জ আসনের এঅ্যাডপ পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাকসুদুল ইসলাম বুলবুল, চাঁদপুর সদর-হাইমচর আসনের এঅ্যাডপ পদপ্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহাজান মিয়া। চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধানের পরিচালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের বাইতুলমাল সম্পাদক মোহাম্মদ হোসাইন বিএসসি, শহর জামায়াতের আমীর অ্যাড. শাহজাহান খান, সদর আমীর মাও: আফসার উদ্দিন, ইসলামী ছাত্র শিবিরের শহর সভাপতি জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মাগুরা সংবাদদাতা: ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে বুধবার ১৫ (অক্টোবর) বেলা ১১টা শহরের চৌরঙ্গী মোড় ও প্রেসক্লাব এলাকায় বিশাল এক মানববন্ধন করেছে জেলা জামায়াতে ইসলামী।

জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর- কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য, মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল বাতেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের, জেলা জামায়াতে ইসলামীর নােেয়্ব আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান, জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখী, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কবীর হুসাইন, জেলা জামায়াতের শুরা সদস্য সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, সদর উপজেলা আমীর ও মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফারুক হুসাইন, পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম, ইসলামী ছাত্র শিবিরে মাগুরা জেলা শাখার সভাপতি মো. আমিনউদ্দীন আশিক, শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোল্লা মিজানুর রহমানসহ অন্যরা।

এর পূর্বে জেলা প্রশাসকের অফিস চত্বরে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা অ্যাডশউর রহমানের সঞ্চালনায় মাগুরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল অ্যাডতন, মাগুরা -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ পদপ্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদসহ আরো অনেকে।

বরগুনা সংবাদদাতা : গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনা প্রেস ক্লাব চত্বরে এক মানববন্ধন ও গনসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও গনসমাবেশে বক্তব্য রাখেন বরগুনা জেলা জামায়াতের আমীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাওলানা অধ্যাপক মুহিব্বুল্লাহ হারুন। জেলা জামায়াতের সেক্রেটারি জনাব আসাদুজ্জামান আল মামুন, বরগুনা সদর উপজেলা আমির জনাব মাওলানা নূরুল আমিন, বরগুনা পৌরসভার আমির জনাব মাওলানা আ. জলিল, বরগুনা জেলা জামায়াতের প্রচার ও সম্পাদক আ. মালেক। সদর উপজেলা সেক্রেটারি জনাব মাহামুদ হাসান ইসলামী ছাত্রশিবিরের বরগুনা জেলা সভাপতি জনাব হাসিবুর রহমান।

মৌলভীবাজার সংবাদদাতা : ৫ দফা দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা। বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা জামায়াতের আমীর প্রকৌশলী মো. সায়েদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর পরিচালনায় বক্তব্য দেন জেলার শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুর রব, সাবেক জেলা সেক্রেটারি আব্দুস সুবহান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলাউদ্দিন শাহ, সদর উপজেলা আমি মো. ফখরুল ইসলাম, পৌরসভা সেক্রেটারি মোরশেদ আলম চৌধুরী, রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীনসহ অনেকে।

লক্ষ্মীপুর সংবাদদাতা : পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটসহ ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে দলটি।

জেলা জামায়াতের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য প্রদান করেন জেলা জামায়াতের নায়েবে আমির নজির আহমদ, সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন মাহমুদ, অ্যঠডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা কর্মপরিষদ সদস্য সর্দার সৈয়দ আহমেদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডমন উল্যাহ পাটোয়ারী, লক্ষ্মীপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী, শহর জামায়াতের আমির অ্যঠডভোকেট আবুল ফারাহ নিশান প্রমুখ।

কুমিল্লা অফিস : জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা ও পৌরসভা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম এর সভাপতিত্বে ও পৌর আমীর ফেরদৌস আহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা উত্তর এর সেক্রেটারি ও জামায়াত মনোনীত দেবিদ্বার উপজেলার সংসদ সদস্য পদ প্রার্থী জনাব সাইফুল ইসলাম শহীদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া ও অধ্যক্ষ আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি রুহুল আমিন খান, পৌর সেক্রেটারি ক্বারি ওয়ালিউল্লাহ,মুরাদনগর উপজেলা সেক্রেটারি মাওলানা আমীর হোসেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি জনাব নুরুল হুদা, মু.শরীফুল ইসলাম সরকার, মু.ওবায়দুল্লাহ মাহমুদ, মাওলানা রুহুল আমিন সরকার, পৌর সহকারী সেক্রেটারি মু. জাকির হোসেন, মু.বিল্লাল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর সভাপতি মু.তমিজ উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, মুরাদনগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম মুন্সি, মুরাদনগর উপজেলা যুব বিভাগের সভাপতি জালাল উদ্দীন সহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর) দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের আমীর ও গাজীপুর-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ড. মো. জাহাঙ্গীর আলম।

সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর কবির, উপজেলা সেক্রেটারি ডা. জসিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আফজাল হোসেন খান, পৌর জামায়াত আমির ডা. আনিসুজ্জামান, গাজীপুর ইউনিয়ন সভাপতি আইয়ুব আলী, বরমী ইউনিয়ন আমির মাওলানা আমিনুল ইসলাম, গোসিংগা ইউনিয়ন সভাপতি আবু সাঈম খান, প্রহলাদপুর ইউনিয়ন আমির মাওলানা মো. সুলাইমান হোসাইন, তেলিহাটি ইউনিয়ন আমির মাওলানা জুবায়ের সরকার এবং ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মো. হাবিবুর রহমান।

লালমনিরহাট সংবাদদাতা : লালঅ্যাডনরহাট জেলা জামায়াতের উদ্যোগে শহরের মিশন মোড় এলাকা থেকে মানববন্ধন সাপ্টীবাড়ী বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ লাইনের মানববন্ধন কর্মসূচী ১ ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও লালঅ্যাডনরহাট জেলা আমীর অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সেক্রেটারি ও (আদিতমারী - কালীগঞ্জ)- ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. ফিরোজ হায়দার লাভলু, (পাটগ্রাম -হাতীবান্ধা) - ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম রাজু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর ও দিনাজপুর অঞ্চলের পরিচালক ও সাবেক আমীর এবং লালঅ্যাডনরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এ্যাভোকেট আব্দুল বাতেন, জেলা নায়েবে আমীর মাওলানা মো. হাবিবুর রহমান ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম, জেলা জামায়াতের ব্যবসায়ী শাখার দায়িত্বশীল নিয়াজ আহমেদ রেজা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মো. আলাউল ইসলাম ফাতেমি পাভেল ও রংপুর অঞ্চলের শিবিরের পরিচালক মো. রাশেদুল ইসলাম রিজু প্রমুখ।

যশোর সংবাদদাতা: পাঁচ দফা দাবিতে যশোরে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে যশোর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিক, সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক অ্যাডনরুল ইসলাম, জেলা প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, যশোর শহর আমির অধ্যাপক শামসুজ্জামান এবং জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক আবুল হাসেম রেজা প্রমুখ।

একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশও প্রেসক্লাবের সামনেই মানববন্ধন কর্মসূচি পালন করে। সংগঠনটির জেলা সভাপতি আলহাজ্ব মিয়া মো. আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা সোয়াইব হোসেন।

তিনি বলেন, সংবিধানের দোহাই দিয়ে জনগণের মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করা যাবে না। জুলাই মাসের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনাকে হত্যা করার ষড়যন্ত্র চলছে আমরা তা মেনে নেবো না। সংবিধানের অজুহাতে যেনতেন নির্বাচন জাতি কখনোই গ্রহণ করবে না। পিআর পদ্ধতিতেই হতে হবে আসন্ন নির্বাচন এটাই আজ জনগণের দাবি।

মানববন্ধনে আরও আণ্যান্য সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আইনজীবী পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরু, অ্যাডসস্ট্যান্ট সেক্রেটারি আ. রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুল হালিম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি গাজী শহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি আবুজর বিন হাফিজ, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাস্টার কামরুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুফতি ইমরান হোসাইন প্রমুখ।