স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
ব্রি বিজ্ঞানী সমিতি ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ড. মোঃ ইব্রাহিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল। বিজ্ঞানী সমাজে এই জুটিকে আগামী দুই বছরের জন্য প্রতিষ্ঠানটির গবেষণা, উন্নয়ন কার্যক্রম ও পেশাগত কল্যাণে নতুন গতি সঞ্চার করার উপযোগী নেতৃত্ব হিসেবে বিবেচনা করা হচ্ছে।
নির্বাচনে ঘোষিত অন্যান্য বিজয়ীরা হলেন, সহ-সভাপতি পদে ড. এবিএম আনোয়ার উদ্দিন (মাছুম), সহ-সাধারণ সম্পাদক পদে ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে ড. মোঃ হারুন-অর-রশিদ, সমাজকল্যাণ সম্পাদক পদে ড. আফছানা আনছারী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ড. মুহাম্মদ রফিকুল ইসলাম।
কার্যিনর্বাহী সদস্য (প্রধান কার্যালয়) পদে নির্বাচিত হয়েছেন ড. খোন্দাকার মোঃ ইফতেখারুদ্দৌলা, ড. এবিএম জাহিদ হোসেন, ড. এ.টি.এম. সাখাওয়াত হোসেন এবং ড. মোহাম্মদ এখলাছুর রহমান।
কার্যিনর্বাহী সদস্য (আঞ্চলিক কার্যালয়) পদে নির্বাচিত হয়েছেন মোঃ মাহবুবুর রহমান দেওয়ান।
নির্বাচন পরিচালনা করেন কমিশনার হিসেবে ড. শামছুন্নাহার, ড. মোঃ শাহাদাত হোসেন এবং প্রধান নির্বাচন কমিশনার ড. মো. দুররুল হুদা।
নির্বাচিত নেতৃত্বের প্রতি ব্রি গবেষক সমাজের প্রত্যাশা—আগামীতে উদ্ভাবন, গবেষণা সম্প্রসারণ, বিজ্ঞানীদের পেশাগত উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে তারা ইতিবাচক ভূমিকা রাখবেন।