সামসুদ্দিন তুহিন, টঙ্গীবাড়ী(মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক প্রায় এক যুগ পর প্রকাশনা উৎসববের আয়োজন করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন ব্যাপী বিক্রমপুর টঙ্গীবাড়ী সরকারি ডিগ্রী কলেজ মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির টঙ্গীবাড়ী উপজেলা শাখা কর্তৃক এই আয়োজন করা হয়। প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির টঙ্গীবাড়ী উপজেলা সভাপতি মেহেদী হাসান। এসময় প্রধান অতিথি হিসেবে প্রকাশনা উৎসবে আসেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মুন্সীগঞ্জ জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আলামিন ইসলাম।এছাড়াও
উক্ত উৎসবে বাংলাদেশ জামায়েত ইসলাম টঙ্গীবাড়ী থানার বিভিন্ন নেতৃবৃন্দের পাশাপাশি বিক্রমপুর টঙ্গীবাড়ী সরকারী ডিগ্রী কলেজ এবং রংমেহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনভর উপস্থিত থেকে নানা ধরনের বই ক্রয় করেন ও পড়ে দেখেন। উক্ত উৎসবে বিভিন্ন ধরনের নববর্ষের ক্যালেন্ডার, ডাইরি, ইসলামিক বই উঠানো হয়। এছাড়া উৎসবে আরও ছিলো সাহিত্য আড্ডা, কুইজ প্রতিযোগিতা এবং সিঙ্গেল ডিজিট দারিদের সংবর্ধনা।