ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের ইতিহাসে এক হৃদয়বিদারক দিন। দেশের জন্য জীবন উৎসর্গকারী সুদানে জাতিসংঘে শান্তি মিশনে কর্মরত দুই বীর সেনাকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো জেলা। স্বজনহারা পরিবারের ঘরে ঘরে চলছে আহাজারি, চোখের পানি থামছে না কারও।
নিহত দুই বীর সেনা হলেন শহীদ শান্ত মন্ডল (২৬) ও শান্তিরক্ষী সেনা মমিনুল ইসলাম (৩৮)। শহীদ শান্ত মন্ডলের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের সাটমাধাই ডারারপাড় গ্রামে। তিনি সাবেক সেনা সদস্য মরহুম নুর ইসলাম মন্ডলের ছেলে। তার বড় ভাই সোহাগ মন্ডল বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন এবং কুমিল্লা ক্যান্টনমেন্টে ল্যান্স করপোরাল পদে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে সন্ত্রাসীদের হামলায় নিহত শান্তিরক্ষী সেনা মমিনুল ইসলামের বাড়ি উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের পারুলেরপাড় গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল করিমের ছেলে। পরিবারে বাবা-মা, স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন তিনি। বড় মেয়ে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত এবং ছোট মেয়ের বয়স মাত্র চার বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, মমিনুল ইসলাম মাত্র ৩৩ দিন আগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে যোগ দেন। শনিবার বিকেলে ভিডিও কলে পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা বলেন তিনি। রাত আনুমানিক ১১টার দিকে তার মৃত্যুর সংবাদ পৌঁছায় পরিবারের কাছে।
দুই বীর সেনার মৃত্যুর খবরে তাদের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের ভিড়ে বাড়ির আঙিনা ভারী হয়ে উঠেছে কান্নায়। স্বামীর মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন স্ত্রী, একই অবস্থা মায়েরও। স্বজন ও প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।
দেশের জন্য আত্মত্যাগ করা এই দুই বীর সন্তানের মৃত্যুতে কুড়িগ্রামবাসীর হৃদয়ে নেমে এসেছে গভীর বেদনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের প্রতি শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন অসংখ্য মানুষ।