রংপুরে গতকাল রোববার আধুনিক ডপলার রাডার স্টেশন উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সকালে নগরীর কলেজ রোড আবহাওয়া অফিসে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আবহাওয়া বিভাগের পরিচালক মোমেনুল ইসলাম। অনুষ্ঠানে আন্তর্জাতিক আবহাওয়া পরামর্শদাতা ইয়োশি হিসা উচিদা, উপ-পরিচালক আহমেদ আরিফ রশিদ, রংপুর আবহাওয়া, রাডার ও ভূ-কম্পন পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
এই ডপলার রাডার স্টেশন স্থাপনের ফলে আবহাওয়ার পূর্বাভাস আরও নিখুঁত এবং সময়োপযোগী হবে। বিশেষ করে বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং অন্যান্য আবহাওয়ার বিশ্লেষণে খুবই কার্যকর হবে। ডপলার রাডার কৃষি নির্ভর উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। আগাম পূর্বাভাসে কমবে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি। এর মধ্য দিয়ে সাড়ে ৪০০ কিলোমিটার এলাকার মানুষ আগাম আবহাওয়ার তথ্য জানার নতুন দিগন্তে প্রবেশ করেছে।
নতুন এ রাডার স্টেশন চালু হওয়ায় মেঘের অবস্থান, গতি, দিক, তাপমাত্রা জানা যাবে। বজ্রপাতের পূর্বাভাস দেয়ার মাধ্যমে মৃত্যুর হার কমানো সম্ভব হবে। রেড জোনে অবস্থিত রংপুরে ভূমিকম্প ও বড়ধরনের বন্যার তথ্য দেয়া যাবে। আগাম বৃষ্টিপাতের তথ্য দেয়ার মাধ্যমে কৃষকদের ফসলের ক্ষতি থেকে রক্ষা করা যাবে। সেই সঙ্গে রংপুরের আবহাওয়ার অবস্থা ও পরিবর্তন জনিত কারণগুলো গবেষণা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যাবে।