গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজিত এক মতবিনিময় সভায় নগরীর চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। গত সোমবার (১৭ মার্চ) বিকালে টঙ্গী সিটি কর্পোরেশন অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক সরফ উদ্দিন আহমেদ চৌধুরী গাজীপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। তিনি সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্প, নাগরিক সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং সাংবাদিকদের কাছ থেকে নগরীর সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে মতামত গ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (টঙ্গী অঞ্চল) জহুরুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল ৫) ফিরোজ আল মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক, পানি ও বিদ্যুৎ) সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ ও সিভিল) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সিনিয়র সহ-সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ রেজাউল বারী বাবুল, একাত্তর টিভি ও মানবজমিনের স্টাফ রিপোর্টার ইকবাল আহমেদ সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক শরিফ আহমেদ শামীম, বাসসের গাজীপুর প্রতিনিধি ও সাংবাদিক সমিতি টঙ্গী প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ আজিজুল হক, গাজীপুরের সেক্রটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, মইন উদ্দিন রিপন, মনিরুজ্জামান, এখন টিভির ইফতেখার রায়হান, আল আমীন, নাসির উদ্দিন বুলবুল, রেজাউল করিম মোল্লাসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

রাস্তা সংস্কার ও সম্প্রসারণ: নগরীর বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত ও সরু সড়কগুলো সংস্কার এবং যানজট নিরসনে নতুন সড়ক নির্মাণ পরিকল্পনা।

জলাবদ্ধতা নিরসন: বৃষ্টির পানি নিষ্কাশনে উন্নত ড্রেনেজ ব্যবস্থা স্থাপন ও নিয়মিত পরিষ্কার কার্যক্রম।

বর্জ্য ব্যবস্থাপনা: আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি চালু করে নগরীকে পরিচ্ছন্ন রাখা।

বিশুদ্ধ পানি সরবরাহ: পানির সংকট সমাধানে নতুন পানির লাইন স্থাপন ও মান নিশ্চিতকরণ।

মশক নিধন কার্যক্রম: ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত ফগিং এবং জীবাণুনাশক ছিটানো।

নগরীর সৌন্দর্যবর্ধন: প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনের পরিকল্পনা বিষয়ে বিশদ আলোচনা করা হয়। সাংবাদিকরা গাজীপুর নগরীর বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং নাগরিক দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বিশেষ করে, ট্রাফিক ব্যবস্থাপনা, পর্যাপ্ত পার্কিং স্থানের অভাব, অবৈধ দখল, ফুটপাত দখলমুক্তকরণ, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ইত্যাদি বিষয়ে তারা গুরুত্বারোপ করেন। এসময় সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, নগর উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নানা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এবং জনসাধারণের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। সভায় সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ ও সুপারিশ গ্রহণ করা হয় এবং তা বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার আশ্বাস দেওয়া হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, সবার সহযোগিতায় একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে।