মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর পিতা আব্দুল মোছাউয়ীর আনসারী ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘ ৯ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার মাত্র ৩ মাসের মাথায় আব্দুল মোছাউয়ীর আনসারী আজ সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার সিএমএইচে ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ আছর নগরের শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের ছোট ছেলে আবু সাঈদ আনসারী। জানাজায় রাজনীতিবিদ, পেশাজীবী ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
এদিকে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর পিতা আব্দুল মোছাউয়ীর আনসারীর মৃত্যুতে শোক জানিয়েছে স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন মহল।
জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী এবং জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন মরহুমের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।