পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলায় আগাম শীতের আমেজ দেখা দিয়েছে। ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। ইত্য সময়ে টানা চারদিন বৃষ্টি ও ঝড়ো হওয়ায় আগাম শীতের আগমনী ঘটছে। বেশ কয়েক দিন ধরে দিনের বেলায় রোদ্রের তাপমাত্রা, আর সন্ধ্যা হতে না হতেই কুয়াশার দেখা মিলছে। রাত গভীর হওয়ার পরে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ছে। সকালে বেলায় সূর্যের হাসিতে কেটে যায় কুয়াশা। এই এলাকার মানুষের মাঝে অনুভব হচ্ছে পুরোপরি শীত এই এলো বুঝি। শীত অনুভূতি হওয়ায় অনেকের স্বস্তি হলেও চিন্তিত স্বল্প আয়ের মানুষজন। কেননা উত্তরের জেলা পঞ্চগড়ের পাশে হিমালয় পর্বত। এর প্রাদুরভাব এ জেলায় শুরু হয় শীতের আমেজ। থাকে দীর্ঘ সময় পর্যন্ত। শীতের শুরুতেই চিন্তিত সাধারণ শ্রমিকগণ। শ্রমজীবীগণ জানায় শীতকালে এলাকায় অনেক কষ্টে দিনাতিপাত করতে হয়। পাশাপাশি গরম কাপড়ের জন্য খুব কোস্টে চেয়ে চেয়ে থাকতে হয়। স্থানীয় সুশীল সমাজের লোকজন মনে করেন শীতের সময়ে সরকারি ভাবে যে সহায়তা আসে তা গ্রাম ও শহরের খেটে খাওয়া মানুষের মাঝে পৌঁছায় না। তাছাড়া কৃষি প্রধান এই এলাকা। এ জেলায় আবহাওয়া অফিস নেই। এ কারণে আবহাওয়ার আগাম বার্তা পাওয়া যায় না।