শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরা শ্রীপুরে নবগ্রাম গ্রামের পাঞ্জাব আলীর পুত্র পারভেজ হোসেন (২০) চাকরির উদ্দেশ্যে শুক্রবার নানা মতিয়ার রহমান (৬৫) এর সাথে ঢাকায় গিয়ে তারা উভয় বাড়ী ফিরলেন লাশ হয়ে! নানা মতিয়ার রহমান রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ঘাটরা গ্রামের বাসিন্দা। নানা-নাতী রাতে ঢাকায় খালার বাসায় অবস্থান করেন। গতকাল শনিবার সকালে নানার সাথে বাইরে বেড়াতে গিয়ে গাবতলীর পার্বতী সিনেমা হলের সামনে রাস্তা পারপারের সময় বাসের ধাক্কায় নানা-নাতীর মর্মান্তিক মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, পারভেজ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরীর উদ্দেশ্যে শুক্রবার নানা মতিয়ার রহমানের সাথে ঢাকায় যান। ওইদিন রাতে ঢাকায় খালার বাসায় দু-জনে অবস্থান করেন। শনিবার সকালে ৮টার দিকে রাস্তা পারাপারের সময় গাবতলীর পার্বতী সিনেমা হলের সামনে বাসের ধাক্কায় নানা মতিয়ার রহমানের ঘটনাস্থলে মৃত্যু হয়।

পারভেজকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেলে তাদের লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। এলাকায় নেমে আসে শোকের ছায়া।