মোঃ ফিরোজ আহমেদ, পাইকগাছা (খুলনা) : রত্নগর্ভা শব্দটি ইদানিং হরহামেশা ব্যবহৃত হয়। আসলে মাতৃগর্ভ থেকে রত্ন আসে না। সন্তান ভূমিষ্ঠ হবার পর সুযোগ সুবিধা হীন এলাকায় সন্তানকে গড়ে তোলার দায়িত্ব যে মা ভালোভাবে পালন করতে পারেন তিনিই সফল মাতা। আজকে আমরা গল্প করব, ধারাবাহিক সফলতার পেছনে একজন মায়ের দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে। জঙ্গলাকীর্ণ লস্কর গ্রাম। থানা সদর থেকে দূরত্ব চার কিলোমিটার। মাঝখানে অত্যন্ত খরস্রোতা একটি নদীর কারণে দূরত্ব অনেক বেশি মনে হতো। গ্রামটিতে বিদ্যুৎ এসেছে দুই হাজার সালের পর। সেই গ্রামে ১৯৬২ সালে বধু হয়ে এসেছিলেন মাজেদা খানম। ডাক নাম ডালিম। তিনি ছিলেন সরল গ্রামের ডাক্তার মফিজ উদ্দিন সরদারের বড় মেয়ে। বান্দিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনার পর তার দাদি তাকে আর হাইস্কুলে পড়তে দেননি। দাদির প্রবল আপত্তিতে আর পড়াশোনা করা হয়নি। তবে লেখাপড়ার প্রতি প্রতি ছিল তার প্রবল আগ্রহ। সেজন্য বিয়ের পর প্রতিজ্ঞা করেন সকল সন্তানকে কমপক্ষে বিএ পাস করাবেন। সারা জীবনের পরিশ্রমে সেই স্বপ্ন সফল করতে পেরেছেন। ডালিম এখন কোমর সোজা করে দাঁড়াতে পারেন না। লাঠি ভর করে চলতে হয়। তবে আটটি সন্তানের উচ্চশিক্ষা এবং সামাজিক অবস্থান এখন তার পরম শান্তির জায়গা।

লস্কর গ্রামের এক মেধাবী তরুণ এর নাম ছিল মোঃ মনসুর আলী গাজী। তিনি সবসময় পরীক্ষায় প্রথম হতেন। পাইকগাছা হাই স্কুল থেকে ১৯৫৬ সালে মেট্রিকুলেশন পরীক্ষা পাশ করেন। এরপর তিনি ভর্তি হন যশোর ন্যাশনাল মেডিকেল স্কুলে। চার বছর পড়াশোনা করার পর ১৯৬০ সালে ন্যাশনাল মেডিকেল প্রাক্টিশনার পরীক্ষায় উত্তীর্ণ হন। পাস করার সাথে সাথেই তিনি সরকারি চাকরি পেয়ে যান। পোস্টিং হলো চাঁদখালী সরকারি চ্যারিটেবল ডিস্পেন্সারিতে। কিন্তু কর্মস্থলে যাবার দিন সকালে গ্রামে একটি ছোট্ট মহামারী শুরু হয়। আক্রান্ত খুব অসহায় হয়ে নতুন ডাক্তার সাহেবের বারিওতে আসেন। তার পিতা মো: জাফর আলী গাজী তাকে সরকারি চাকরিতে যোগদান না করে গ্রামের অসহায় মানুষদের সেবা করতে নির্দেশ দেন। পিতার এক নির্দেশে তিনি লস্কর গ্রাম থেকেই চিকিৎসা পেশা শুরু করেন। সেই থেকে লস্কর এবং সোলাদানা দুটি ইউনিয়নে রাস্তাবিহীন, জলমগ্ন এবং কর্দমাক্ত দুর্গম এলাকায় দরিদ্র মানুষদের চিকিৎসা সেবায় নিজেকে আত্মনিয়োগ করেন। তার সাথেই ডালিমের বিয়ে হয় ১৯৬২ সালে। পাইকগাছা পৌরসভার বান্দিকাটী সম্ভ্রান্ত সরদার পরিবারএর মেয়ে বধু হিসেবে আসেন লস্করএ মাজেদা খানম ডালিম। শুরু হয় চমৎকার বোঝাপড়ার সাংসারিক জীবন, আর দুজন মিলে সকল সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন।

কঠোর পরিশ্রম করে এই জঙ্গলাকীর্ণ লস্কর গ্রাম থেকে তারা আটটি সন্তানকে কোথায় কোন অবস্থানে পৌঁছে দিয়েছেন ভাবতে অবাক লাগে। বড় মেয়ে কহিনুর খানম বিএ পাস করার পর জগন্নাথ কলেজে মাস্টার্সে ভর্তি হন এবং মাস্টার্স শেষ করার আগেই নোয়াখালীতে একটি এনজিও তে চাকরি শুরু করেন, বর্তমানে রিটায়ার্ড। বড় ছেলে ডক্টর মোঃ মাহবুবুর রহমান আইন শাস্ত্রে ডক্টরেট করে বিদেশে শিক্ষকতা পেশায় নিয়োজিত। মেজো ছেলে ডক্টর মোঃ মেহেদী মাসুদ ইউক্রেন থেকে কম্পিউটার সায়েন্স ডক্টরেট ডিগ্রি নিয়ে দেশে ফিরে এসে আইটি পেশায় নিয়োজিত, বর্তমানে আইটি পেশায় ঈর্ষণীয় সাফল্য তার। সেজো ছেলে মোঃ মোস্তাক আহমেদ বর্তমানে লস্কর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এরপর মেরি খানম ম্যাথমেটিক্সে এমফিল ডিগ্রি অর্জন করে বর্তমানে খুলনার একটি বেসরকারি কলেজে সহকারী অধ্যাপক। অ্যাডভোকেট মোঃ মোস্তফা কামাল লন্ডন থেকে এলএলএম ডিগ্রি অর্জন করার পর বর্তমানে ঢাকা সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে ওকালতি করছেন। ডাক্তার মেহেদী হাসান এমবিবিএস পাস করার পর চক্ষু বিশেষজ্ঞ হিসেবে বেশ সাফল অর্জন করেছেন। সবার ছোট মলি খানম ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করার পর এখন স্বামীর সাথে জাপানে বসবাস করছেন।

বিদ্যুৎ বিহীন লস্কর গ্রামে সন্ধ্যার পর নেমে আসতো গাঢ় অন্ধকার। আটটি সন্তান সকলেই পড়াশোনা করেছেন হারিকেনের আলোয়। পশ্চাদপদ অশিক্ষিত এলাকায় তখন চারদিকে ছিল কথিত ভুতের ভয়। পড়তে বসে সকলেই থাকতো ভীতসন্ত্রস্ত। সবার ছিল পৃথক একটি হারিকেন আর একটি ছোট্ট চেয়ার টেবিল। তখনকার দিনে স্কুলের ছাত্র-ছাত্রীরা টিফিন পিরিয়ডে কিছু খেত না। সকালে বাড়ি থেকে খেয়ে যাওয়া আর বিকেলে ফিরে এসে খাওয়া। একটি নদী পার। দীর্ঘ চার কিলোমিটার হেঁটে আসা। সন্ধ্যায় সবাই থাকতো ক্লান্ত। যে কারণে সন্ধ্যায় পড়তে পড়তে ঘুমিয়ে গেলে মা-বাবা কখনো রাগ করতেন না। কিন্তু একটি বাধ্যতামূলক নিয়ম ছিল। সেটি হলো রাত তিন টায় ডেকে দেয়ার সাথে সাথে হাত মুখ ধুয়ে পড়তে বসা। হারিকেনের আলো বেশি দূরে যায় না, নিজের শরীরের ছায়াটাও হয় অনেক বড়। অল্প আলোর বাইরে অন্ধকার জগতে ভূতের ভয় বেশি মনে হয়। সন্তানদের ভূতের ভয় দূর করার জন্য স্বামী স্ত্রী পাশে বসেই কোরআন শরীফ পড়তেন ভোরের আলো স্পষ্ট না হওয়া পর্যন্ত। এরপর ডালিম যেতেন রান্নাঘরে সন্তানদের খাবার তৈরির জন্য ।

ডালিমের নিয়ম গুলো ছিল খুব কঠোর। সেটি তার নিজের জন্য এবং সন্তানদের জন্য। যেমন, মাগরিবের আজানের সাথে সাথে বাড়ির সিংহ দরজা বন্ধ করে দেয়া। আজান শেষ হওয়ার পূর্বেই সকল সন্তান খেলাধুলা ফেলে দৌড়ে এসে বাড়ির ভেতরে ঢুকতেই হবে। তারপর অজু করে নামাজ আদায় করে স্কুলের বই পড়তে বসা। সন্ধ্যার আগে তিনি প্রত্যেক সন্তানের হারিকেনগুলো পরিষ্কার করে জ্বালিয়ে রাখতেন। সকালে ঠিক সময় মত সন্তানেরা স্কুলে যাবে সেজন্য খাবার তৈরি করে রাখতেন। আর টিফিন পিরিয়ডে না খেয়ে থাকা সন্তানেরা বিকেলে বাড়িতে ফিরেই যাতে দুপুরের খাবারটা পায় সেজন্য সময়মতো তা তৈরি করে রাখতেন। কখনো কোনদিন এসব নিয়ম ভঙ্গ হয়নি। বড় সংসার অর্থকষ্ট নেই স্বাচ্ছন্দ আছে তারপরেও সারাজীবন কাজের লোকদের সাথে কাজ করে গেছেন সমানভাবে। এর মাঝেও তার ছিল খুব বই পড়ার নেশা। মোহাম্মদ হোসেন এর লেখা আনোয়ারা উপন্যাসটি তিনি বারবার।