পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের একটি আদর্শ নির্বাচন। এই নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণই হচ্ছে সব কিছুর ভিত্তি। আইনশৃঙ্খলা যদি ঠিক না থাকে তবে নির্বাচনের কোনো কিছুই সঠিকভাবে করা যাবে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে সরকার তা প্রতিহত করবে বলে তিনি মন্তব্য করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গতকাল শনিবার সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে জেলার কর্মরত সকল দপ্তরের প্রধানগণের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বহির্বিশ্বে দক্ষ শ্রমিকের অভাব রয়েছে, তাই দেশের তরুণদের দক্ষতা বৃদ্ধি ও বিদেশী ভাষার উপরে প্রশিক্ষণে জোর দিতে হবে।