কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে এবং অনতিবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী উপজেলা শাখা বুধবার সকালে বাসস্ট্যান্ডে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী উপজেলা শাখার আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী উপজেলা শাখার সদস্য সচিব তালহা, জেলা শাখার সংগঠক আমির হামজা, কুমারখালী প্রতিনিধি সরল মাহমুদ, সাব্বির আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামী

নীলফামারী: ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে।

জামায়াতে ইসলামী নীলফামারী শহর শাখার আয়োজনে শহরের স্কাউভিউ রেস্টুরেন্টে মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন শহর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম। শহর জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট আনিছুর রহমান আযাদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম। এছাড়া বক্তব্য রাখেন জেলা জামায়াতের শূরা সদস্য মনিরুজ্জামান মন্টু, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী।

ভিলেজ ডাক্তার ফাউন্ডেশন

সাতক্ষীরার আশাশুনিতে ডাক্তারদের সম্মানে (ভি ডি এফ) ভিলেজ ডাক্তার ফাউন্ডেশনের উদ্যোগে “রোজার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক” আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে আশাশুনি উপজেলা পেশাজীবী সংগঠনের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি ডাঃ আবু জাহামের সভাপতিত্বে ও সেক্রেটারি ডাঃ রওনাকুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাতক্ষীরা জেলা ভিলেজ ডাক্তার ফাউন্ডেশনের সভাপতি ডা. আফতাবুজ্জামান।

আরআইভি

রামপাল (বাগেরহাট): রামপালে জলবায়ু অভিযোজিত কৃষি দক্ষতার মাধ্যমে নারীর ক্ষমতায়ন, পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রসার এবং স্থায়িত্বশীল অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতকরণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে ইনিশিয়েটিভ রাইট ভিউ (আরআইভি) ও একশন এইডের সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা বেগম নেলী। এছাড়া সভায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান। বিশেষ অথিতির বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন শরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতিমা শেফা, প্রেসক্লাব রামপাল’র সভাপতি এম, এ সবুর রানা, সাংবাক ও পরিবেশ যোদ্ধা এস এম আবু তালেব প্রমুখ।

বিএনপি

শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগ সমর্থিত ২৫ জন শিক্ষকের নামে মামলার প্রতিবাদে মহাসড়কে মানববন্ধন করেছে বিএনপির একাংশের শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা শিক্ষকদের বিরুদ্ধে করা মামলাগুলোকে ‘হয়রানিমূলক’ দাবি করে তা প্রত্যাহারের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব মামলা তুলে না নিলে কঠোর কর্মসূচিতে যাবেন। মানববন্ধন শেষে শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল হান্নান সজল।

উপজেলা সমবায়

শার্শা (যশোর) : যশোরের শার্শায় স্ব-কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ যুব শক্তি গড়ার লক্ষে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। শার্শা উপজেলা পরিষদের অর্থায়নে (এডিবি) উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শার্শা উপজেলা সমবায় অফিসের বাস্তবায়নে ১৫ দিনের এ ড্রাইভিং কর্মসূচি কোর্স সম্পন্ন হয়েছে। গত ৫ মার্চ ১৫ দিনের এ ড্রাইভিং কর্মসূচি কোর্সের উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান। শার্শা উপজেলা সমবায় অফিসার আব্দুর রাশেদ জানান, গত ৫ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত চলে এ ড্রাইভিং প্রশিক্ষণ। তিনি জানান ২৫ জন বেকার শিক্ষিত পুরুষ/মহিলা ড্রাইভিং প্রশিক্ষণে অংশ নেন।