সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : আসন্ন রবি মৌসুমে সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, গাইবান্ধায় সুন্দরগঞ্জ উপজেলা কৃষি সম্পাসরন অধিদপ্তর কর্তৃক জানা যায় ২০২৫/২৬ অর্থ বছরে অত্র উপজেলায় ১০৯২১/-(দশ হাজার নয়শত একুশ ) হেক্টর জমিতে রবি ফসল চাষের পরিকল্পনা নেয়া হয়েছে। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য টার্গেট কৃত ফসল গুলি হচ্ছে গম, ১১২১ হেঃ ভুট্টা ৩৮২৮ হেঃ, আলু ১১০০হেঃ মিষ্টি আলো ৩০ হেঃ সরিয়া ২৭৯৭ হেঃ, চিনা বাদাম ১৮০ হেঃ, তৈল ৫ হেঃ , সূর্য মুখী ২৯ হেঃ, সয়াবিন ৫ হেঃ, কালোজিরা ১১ হেঃ কৃষি ১৪ হেঃ , মুখ ডাল ১৫ হেঃ মসুর ডাল ১৫ হেঃ খেসারী ডাল, ৩৫ হেঃ, সাক সবজি ৭৯৩ হে, রসুন ৬৩ হেঃ, পিয়াজ ৫৯৮, মরিচ ১২০ হেঃ তরমুজ ৫ হেঃ কলা ১২০ হেঃ । উপজেলা কৃষি সম্পাসারন কর্মকর্তা কৃষি বিদ মোঃ রাশেদুল কবির জানান গত বছর চাষীরা রবি ফসল চাষ করে ভাল দাম পাওয়ায় এবার সবজি চাষে তাদের আগ্রহ বেরেছে। তাই এবার টার্গেট বারানো হয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
সুন্দরগঞ্জে রবি চাষের ব্যাপক পরিকল্পনা
আসন্ন রবি মৌসুমে সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, গাইবান্ধায় সুন্দরগঞ্জ উপজেলা কৃষি সম্পাসরন