গাজীপুর জেলার কালীগঞ্জে ৩৮০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম (৩৫) ও তার সহযোগী আরিফ শেখ (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোক্তারপুর টেকপাড়া এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গাজীপুরের পুলিশ সুপার, ড. চৌধুরী মোঃ যাবের সাদেক এর দিকনির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, মোঃ আলাউদ্দিন এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় আরিফুল ইসলামের কাঁধে ঝুলানো কালো রঙের ট্রাভেল ব্যাগ থেকে নিজ হাতে বের করা ৩,৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই (নিঃ) মোঃ ইব্রাহিম শেখ ইয়াবাগুলো জব্দ তালিকা মূলে উদ্ধার করেন। জানা যায়, আসামি আরিফুল ইসলাম ও তার সহযোগী দীর্ঘদিন ধরে কালীগঞ্জসহ আশপাশের এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার গ্রহণ করেছেন থানার এসআই (নিঃ) মোঃ কামরুল ইসলাম।