বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা: বড়লেখায় সুবিধা বঞ্চিত সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে সোমবার (৫ জানুয়ারি) শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে প্রাইম ব্যাংক বড়লেখা শাখা। মরহুমা বখতুন্নেছা চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ইস্ট কোস্ট গ্রুপ ও প্রাইম ব্যাংকের প্রাক্তন ভাইস চেয়ারপার্সন মরহুমা মেরিনা ইয়াসমিন চৌধুরীর পক্ষে হতদরিদ্রদের সাহায্যার্থে এসব কম্বল বিতরণ করা হয়েছে।

ইস্ট কোষ্ট গ্রুপের হেড অব সিএসআর কর্ণেল (অব:) লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও প্রাইম ব্যাংক বড়লেখা শাখার সিনিয়র আফিসার নুরুল ইসলামের সঞ্চালনায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও গালিব চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, প্রাইম ব্যাংকের হেড অব রিজিওনাল (সিলেট) ম্যানেজার হুমায়ুন কবির, কুলাউড়া শাখা ব্যবস্থাপক নাসির উদ্দিন আহমদ, বড়লেখা শাখা ব্যবস্থাপক মাহবুব হাসান চাকলাদার, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, প্রেসক্লাবের সাধারণ সাম্পদক আব্দুর রব প্রমুখ।