চাঞ্চল্যকর রনি হাসান হত্যা মামলার প্রধান আসামী ফাহাদ সরকার টুটুলকে (৩১) গাজীপুর মেট্রো সদর থানাধীন মনুরখোলা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১এর সদস্যরা। রোববার র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভারপ্রাপ্ত মিডিয়া) পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ফাহাদ সরকার টুটুল গাজীপুর মেট্রো সদর থানার হাড়ীনাল এলাকার বাশির সরকারের ছেলে। সে দীর্ঘদিন যাবত আতœগোপনে ছিল। আসামীর কাছ থেকে দুইটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি চাইনিজ ফোল্ডিং নাইফ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে সদর মেট্রো থানায় সোপর্দ করলে পুলিশ রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।