কুমিল্লার দেবিদ্বার-চান্দিনা সড়কের খারাপ অবস্থা ও সংস্কারের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রতীকীভাবে মাছ ছেড়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে দেবিদ্বার উপজেলার কাচিশাইর বাজারের সামনে এই প্রতিবাদ কার্যক্রম চালানো হয়।

এসময় ক্ষুব্ধ হাসনাত আবদুল্লাহ বলেন, "এই রাস্তায় মানুষ চলাচল করে। কয়েক দিন আগে এখানে একটি দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। যদি রাস্তা ঠিক না করা যায়, তাহলে এর বদলে মাছের চাষ করুন। মাছ চাষ করলে অন্তত মানুষ কিছু মাছ খেতে পারবে।"

তিনি আরও বলেন, "দেবিদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ যে, মাছ ছেড়ে চাষ করা সম্ভব। আমি মাছ ছেড়েছি, আপনাদেরও ছেড়া উচিত। এতে যদি কিছু হয়, তা প্রতীকীভাবে দেখানো হচ্ছে।"

এলাকাবাসী জানাচ্ছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত কুমিল্লা-সিলেট মহাসড়ক পর্যন্ত যাওয়ার এই ১৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি ভেঙে পড়েছে। এতে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, যা প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ভাঙা রাস্তা অতিক্রম করতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।