শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শায় শুরু হয়েছে আমের বাজার। ৬ মে মঙ্গলবার সকাল থেকে শার্শার বাগুড়ী বেলতলা বাজারে শুরু হয়েছে এ আমের বাজার। আম চাষিরা তাদের বাগানের পরিপক্ব আম এই বাজারে বিক্রি শুরু করেছে। প্রায় শতাধিক আড়ৎদার চাষিদের এই আম পাইকারদের হাতে বিক্রি করবে। আড়ৎদারেরা প্রতি দিন দেশের বিভিন্ন জেলার পাইকারদের কাছে কোটি কোটি টাকার বিভিন্ন জাতের আম এই বাজারে বিক্রি করবে। বিনিময়ে পাবে কমিশন। শার্শা উপজেলা প্রশাসনের নির্দেশনায় শার্শা উপজেলার আম চাষি, আমের আড়ৎদার ও আম ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় মাধ্যমে ৬ মে শুরু হলো আমের বাজার। শুরুতে এই আমের বাজারে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বায়সহ কয়েকটি আগাম জাতের আম এসেছে।
সরজমিনে গিয়ে দেখা গেছে বাগুড়ী বেলতলা আমের বাজারে জমজমাট ভাবে শুরু হয়েছে আমের বেচাকেনা। দেশের বিভিন্ন জেলার আম ব্যবসায়ীদের আগমনে আড়ৎদারেরা খুশি। শুরুতে আমের কেজিদর একটু কম হলেও চাহিদার সাথে সাথে আমের কেজিদর বাড়বে বলে জানা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে বাগুড়ী বেলতলা বাজারের আড়ৎদার আক্তারুল কবির জুয়েল ও আতিয়ার রহমান জানান, এ বছর আমের ভালো ফলন হয়েছে। কোন দুর্যোগ না হলে চাষিরা লাভবান হবে। তারা বলেন দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সব চাইতে বড় আমের বাজার যশোর জেলার বাগুড়ী বেলতলা আমের বাজার। এখানে প্রতিদিন হাজার হাজার মত আম বেচাকেনা হয় বলে জানান। এ ব্যাপারে জানতে চাইলে বাগুড়ী বেলতলা আম বাজারের সভাপতি মাহামুদ আলী ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুন্না বলেন, শুরুতেই পর্যাপ্ত আম বাজারে এসেছে। পর্যায়ক্রমে আরও আম বাজারজাত হবে। তারা বলেন, এই বাজারে আগাম আম উঠার কারণে দেশের ৬৪ জেলার আম ব্যবসায়ীরা এ বাজার থেকে পাইকারী দরে আম ক্রয় করে। এই বাজারে পরিবহন ব্যবস্থা সহজ ও সুলভ থাকায় ব্যবসায়ীরা বাড়তি সুবিধা পায়।
বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, এই বাজারে আম বোঝাই ট্রাক, পিকআপ ও যানবাহন থেকে ট্রাক শ্রমিকের একটি চক্র চাঁদা আদায়ের পাঁয়তারা করছে। এ ব্যাপারে তারা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।