গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী এলাকায় মঙ্গলবার রাতে দুস্কৃতকারীর ছুরিকাঘাতে সৈকত মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত সৈকত গাইবান্ধা পৌর এলাকার মাস্টারপাড়ার আলী আহাম্মেদের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে হঠাৎ এক সংঘটিত হামলায় গুরুতর আহত অবস্থায় সৈকতকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।