যোগ্যতার সাথে নৈতিকতার সমন্বয় না হলে তা মানবতার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ও আন্তর্জাতিক শিক্ষা ও ছাত্রকল্যাণ বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, পৃথিবীতে একজন মানুষ যদি তার মেধার সর্বোচ্চ বিকাশ ঘটিয়ে আকাশছোঁয়া যোগ্যতা অর্জন করেন এবং সেই যোগ্যতার সাথে যদি নৈতিকতার সমন্বয় না হয়, তবে তার মেধা মানবতার বিকাশের পরিবর্তে মানবতাকে ধ্বংসের কাজে ব্যবহৃত হয়।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আন্তর্জাতিক বিষয়ক ও শিক্ষার্থী কল্যাণ বিভাগের আয়োজনে দিয়ানত ফাউন্ডেশন ও ওয়ামি স্কলারশিপধারী ছাত্রীদের নিয়ে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল 'উম্মাহর নেতৃত্বের জন্য তরুণদের ক্ষমতায়ন'। এর আগে একই ধরনের আরেকটি আয়োজন ছাত্রদের নিয়ে অনুষ্ঠিত হয়েছিল।
প্রধান অতিথির বক্তবে মুহাম্মদ শাহজাহান আরও বলেন, আমাদের শুধু দুনিয়াতে যোগ্যতা অর্জন করলেই চলবে না, বরং পরকালীন জীবন সফল করতে জান্নাতের পুঁজি সংগ্রহ করতে হবে। এজন্যই আইআইইউসি-র স্লোগান ‘কোয়ালিটি ইয়ুথ, মোরালিটি’। এই দু’টির সমন্বয়েই মানুষের ইহকাল ও পরকাল উভয় জীবন সফল হতে পারে। তিনি বিশ্ববিদ্যালয়কে জ্ঞান উৎপাদন ও বিতরণের কেন্দ্র হিসেবে উল্লেখ করে বলেন, আমাদের আত্মমর্যাদাবোধ থাকতে হবে। ইসলাম অত্যন্ত উদার, এর ভেতরে সংকীর্ণতার কোনও স্থান নেই। যারা ইসলাম গ্রহণ করেনি, তাদের অধিকারও ইসলাম নিশ্চিত করেছে। তাই এই ক্যাম্পাসেও সকলকে উদারতার সাথে গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ সদস্য প্রফেসর ড. আবু বকর রফিক এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শিক্ষা ও ছাত্রকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পরিচালক মোঃ এরশাদ-উল হক, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন, ফিমেল একাডেমির বিভিন্ন বিভাগের শিক্ষিকা ও আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।