ভোলায় অনুষ্ঠিত হলো শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে অনন্য উদ্যোগ কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের মোট ২৮টি হলে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় চতুর্থ থেকে দশম শ্রেণির প্রায় ১ হাজার ৬৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রগুলোতে ছিল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপচেপড়া ভিড়। পুরো আয়োজনটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আয়োজক কমিটি জানায়, শিক্ষার্থীদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করে মূল্যায়ন করা হবে। প্রত্যেক শ্রেণি থেকে ১৭ জন করে মোট ১১৯ জন মেধাবী শিক্ষার্থীকে এককালীন বৃত্তি, সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। এছাড়া সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী পাবেন একটি ল্যাপটপ পুরস্কার।

পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে সহযোগিতা করেন সংশ্লিষ্ট দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্বেচ্ছাসেবক, সাংবাদিক ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আগ্রহ দেখে আমরা অত্যন্ত অনুপ্রাণিত। কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা এখন জেলার শিক্ষার্থীদের জন্য একটি প্রত্যাশিত বার্ষিক আয়োজন।”