বান্দরবান জেলা সংবাদদাতা : বান্দরবান প্রেসক্লাবে গতকাল ৫ মার্চ/২৫ বান্দরবান সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফিজুর রহমান ভুঁঞার অপসারণ দাবিতে বান্দরবান জেলা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে উক্ত কর্মকর্তার নানা অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা, প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাথে বিরোধ সৃষ্টি ইত্যাদি অভিযোগ করা হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্য পরিষদের জেলা সেক্রেটারি চেমী ডলুপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিতোষময় বড়ুয়া, সম্মেলনে জেলা সভাপতি রেইছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহ্রী মার্মা, সাংগু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমান আলী, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজুল কবির, ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপন কুমার দে, রাজবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার পাল, চিম্বুক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ কান্তি পাল, গোয়ালিয়াখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার সুশীল, বান্দরবান বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থোয়াইচ প্রু মার্মা, সুয়ালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম ইসলাম বাবর বক্তব্য রাখেন।