গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার ৪৮ নং ওয়ার্ডে সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক সংগঠন ইসলামপুর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে একটি দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ধূমকেতু স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে এলাকার সাধারণ ও অসহায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা মানবিক উদ্যোগটির গুরুত্বকে আরও স্পষ্ট করে তুলেছে।

চিকিৎসা ক্যাম্পে আগত রোগীদের জন্য এলোপ্যাথিক ও হোমিওপ্যাথিক উভয় ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়। অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। বিশেষ করে বয়স্ক, নারী ও শিশু রোগীদের ভিড় ছিল উল্লেখযোগ্য, যারা নিয়মিত চিকিৎসা নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত।

ক্যাম্প পরিদর্শন ও কার্যক্রমে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা ফখরুল আলম সিফাত, উপদেষ্টা আবুল বাশার, আহ্বায়ক আবুল কালাম আজাদসহ নেতৃবৃন্দ।

প্রধান উপদেষ্টা বলেন, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম এলাকার মানুষের পাশে দাঁড়ানোর একটি নৈতিক দায়িত্ব, মানবিক সহায়তার অংশ হিসেবে ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসা সময়ের দাবি।

আহ্বায়ক, আবুল কালাম আজাদ বলেন, এর আগেও ইসলামপুর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এলাকায় ডেন্টাল ক্যাম্পসহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে, ধারাবাহিকভাবে এসব কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

এই মানবিক উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।