খুলনা-মোংলা মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের বাসিন্দা জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারি (৪৫) এবং হরিপদ রায় (৪০)।
নিহত জামির ইজারাদার রামপাল উপজেলার রাজনগর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং অপর দু’জন স্থানীয় ব্যাবসায়ী। তারা রামপালের বালুর মাঠ এলাকায় আয়োজিত বিএনপির এক সভা শেষে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার সময় দ্রুতগতির একটি ট্রাক বাবুরবাড়ি এলাকায় মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে রামপাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ তিনটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
রামপাল থানার ওসি আতিকুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা গ্রহণ করে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং জব্দের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
এদিকে এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের স্বজন ও এলাকার সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ঘটনার পর স্থানীয়রা সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। অনেকের মতে, ওই স্থানে ভারী যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে যথাযথ নজরদারি প্রয়োজন।