নরসিংদী জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতি কার্য-নির্বাহী সংসদ নির্বাচনে (২০২৬ খ্রি) আব্দুল মান্নান ভূইয়া ৫ম বারের মত সভাপতি এবং সম্পাদক পদে আব্দুল মজিদ শিকদার নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি মো: আলমগীর হোসেন, সহ-সম্পাদক মোসা: ফাতেমা বেগম, কোষাধ্যক্ষ মো: শেখ শাকিল, লাইব্রেরী সম্পাদক শেখ মোহাম্মদ নোরুল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রবিউল মাসুদ এবং কার্য-নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন : আলামিন মিয়া (মামুন), মো: আনোয়ার হোসেন, মো: রোকুনুজ্জামান রিগেল, উম্মে কুলসুম সাথী।