বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম বলেছেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পয়লা শর্ত হচ্ছে শ্রমিকদের অধিকার চাওয়ার প্লাটফর্মগুলো উন্মুক্ত থাকা। তাই সকল সেক্টরে ট্রেড ইউনিয়ন করার অবাধ অধিকার নিশ্চিত করতে হবে। চট্টগ্রাম বন্দরসহ সকল শিল্প কলকারখানা ও প্রতিষ্ঠানে সিবিএ নির্বাচন দিতে হবে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সেক্টরের রেজিস্ট্রার্ড ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আ ন ম শামসুল ইসলাম উপর্যুক্ত কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে আ ন ম শামসুল ইসলাম আরও বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির জন্য একটি বড়ো ফ্যাক্টর। চট্টগ্রাম বন্দরকে দেশের স্বার্থে ব্যবহার করতে হবে। দেশের স্বার্থ বিঘিœত হয় এমন কোনো পদক্ষেপ বন্দর শ্রমিকরা মেনে নেবে না। চট্টগ্রাম বন্দরের এনসিটিতে বিদেশী বিনিয়োগের কোনো প্রয়োজন নেই। ট্যারিফ নির্ধারিত থাকায় বিদেশী অপারেটর নিয়োগ হলে লাভের একটি বড়ো অংশ বিদেশে চলে যাবে। সুসজ্জিত ইকুইপমেন্টসহ বিদেশীদের দিলে বর্তমান বাজার মূল্যে ক্ষতি হবে প্রায় ৪ হাজার কোটি টাকা। দেশের অর্থনীতির স্বার্থ বহির্ভূত এমন পদক্ষেপ থেকে অবিলম্বে বন্দর কর্তৃপক্ষকে ফিরে আসতে হবে।

সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, ট্রেড ইউনিয়ন করার অধিকার শ্রমিকদের একটি মৌলিক পাওনা। এই পাওনা থেকে শ্রমিকদের কোনোভাবেই বঞ্চিত করা যাবে না। শ্রমিকদের জন্য আইনের সাহায্য সহজলভ্য করতে হবে। শ্রমিকদের অধিকার আদায়ের পাশাপাশি উৎপাদন বৃদ্ধি ও দেশের সমৃদ্ধিকেও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দকে বিবেচনায় রাখতে হবে। দ্রব্যমূল্যের সাথে মিল রেখে মজুরি প্রদান এবং ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার সুবিধা আদায়ের চেষ্টা করতে হবে।

মতবিনিময় সভায় নগরীর ৮ টি রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী সহ-সভাপতি নজির হোসেন, মকবুল আহমদ, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জি: শিহাব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, ট্রেড ইউনিয়ন সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জি: সাইফুল ইসলাম, হোটেল শ্রমিক নেতা সাব্বির আহমদ উসমানি, বন্দর শ্রমিক সংঘের সভাপতি হেলাল উদ্দিন সাধারন সম্পাদক মুহাম্মদ ইয়াছিন, হালকা মোটরযান সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি