ভারতের একতরফা পানি প্রত্যাহার ও সীমান্ত হত্যার বিচারসহ চার দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অভিমুখে লংমার্চ করছে আইনজীবীরা।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীদের সংগঠন ভয়েস অব লইয়ার্স বাংলাদেশ’র ব্যানারে আয়োজিত দুইদিনের লংমার্চ শনিবার চাঁপাইনবাবগঞ্জে এসে শেষ হয়েছে।
গত শুক্রবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে লংমার্চ শুরু হয়। পরে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও নাটোর হয়ে রাজশাহীতে এসে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়।
রাজশাহী থেকে লংমার্চটি সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের কোর্ট চত্বরে আসে। সেখানে কিছুটা বিরতির পর শহরের সেন্টু মার্কেটের সামনে পথসভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, ভয়েস অব লাইয়ার্স বাংলাদেশের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আসাদুজ্জামান, সমন্বয়ক মো. দেলওয়ার হোসেন, লংমার্চ বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, স্বাধীনতা সার্বভৌমত্ব পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মোস্তফা আল ইহজাজ, চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইসাহাকসহ অন্যান্য আইনজীবীগণ।
বক্তারা বলেন আন্তর্জাতিক আইন অমান্য করে অভিন্ন ৪৫ টি নদী থেকে একতরফা পানি প্রত্যাহার করেছেন ভারতীয় সরকার। সীমান্তে একের পর এ মানুষ হত্যা করেছে।