জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মসংস্থানে প্রতিযোগিতায় সক্ষম ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ইউনিসেফের জেনারেশন আনলিমিটেড (এবহট) প্রোগ্রামের সঙ্গে যৌথভাবে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে বুধবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনের কনফারেন্স কক্ষে “স্ট্রাটেজিক পার্টনারশিপ টু স্ট্রেংদেন লার্নিং টু আর্নিং” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেশন আনলিমিটেড-ওয়াইপিএ সেক্রেটারিয়েটের প্রিন্সিপাল অ্যাডভাইজার উর্মিলা সরকার।

ভিসি বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের সর্ববৃহৎ ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যা দেশের উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করে। তাদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আমরা পাঠ্যক্রমে পরিবর্তন এনেছিÍস্নাতক পর্যায়ে ইংরেজি ও আইসিটি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে, এবং এটুআই ও ইউনিসেফের সঙ্গে যৌথভাবে বিভিন্ন কর্মসূচি চালু করা হয়েছে।”

উর্মিলা সরকার বলেন, “জাতিসংঘ ও ইউনিসেফ বাংলাদেশের তরুণদের জন্য কর্মক্ষেত্র সৃষ্টিতে কাজ করছে। এ প্রক্রিয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

মতবিনিময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর মোঃ লুৎফর রহমান ও প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম, ইউনিসেফের প্রোগ্রাম স্পেশালিস্ট ম্যামি কিউয়ো ও ফাহমিদা শবনমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।