নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের পূর্ব চান্দপুর গ্রামে ১২শতক জমিতে করা আকাশমনি বাগানের সব গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ওই গ্রামের লাল মিয়ার ছেলে হাবিবুর রহমান, তার পিতা লাল মিয়া, মাতা আমরুছের নেছা, হাবিবের ছেলে রাফি ও ছেরাজুল হকের ছেলে সাফায়েত হোসেনের বিরুদ্ধে। রোববার বিকালে এ গাছ কাটার ঘটনা ঘটে। গাছ কাটার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বাগান দেখতে গেলে অভিযুক্তরা বাগান মালিক একই গ্রামের মরুহুম সুরুজ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ক্ষতিগ্রস্ত বাগান মালিক জাহাঙ্গীর আলম।
ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন, ২০১৩ সালে আমাদের গ্রামের লাল মিয়ার স্ত্রী আমরুছের নেছার নিকট থেকে আমি ছাপ কবলা ১০১৮৮ নং দলিলে ১২ শতক জমিন ক্রয় করি। দীর্ঘদিন যাবৎ জমিন বিক্রেতা আমরুছের নেছার ছেলে হাবিবুর রহমান আমার জমিটি জোর পূর্বক দখল করার পায়তারা করে আসছে। সর্বশেষ আমি ক্রয়কৃত জমিটিতে আকাশ মনি কাঠ গাছের বাগান করি। আমার বাগানটিতে রোববার বিকালে হাবিব তার ছেলে রাফি, হাবিবের পিতা লাল মিয়া, মাতা আমরুছের নেছা, ও ছেরাজুল হকের ছেলে সাফায়েত হোসেন ধারালো অস্ত্র দিয়ে বাগানের সব গাছ কেটে ফেলে। আমি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।