গ্রাম-গঞ্জ-শহর
চুনারুঘাট বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর অভিযান ॥ অসাধু ব্যবসায়ীদের জরিমানা
হবিগঞ্জের চুনারুঘাট বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করেছে। রবিবার পহেলা রমযান (২মার্চ) দুপুর ২টায় পৌরশহরের বাল্লারোডের বিভিন্ন মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়। চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার
Printed Edition
হবিগঞ্জের চুনারুঘাট বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করেছে। রবিবার পহেলা রমযান (২মার্চ) দুপুর ২টায় পৌরশহরের বাল্লারোডের বিভিন্ন মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়। চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম মাহবুব ও উপজেলা কৃষি অফিসার মোঃ মাহিদুল ইসলামের উপস্থিতিতে মাধবপুর আর্মি ক্যাম্পের ১৩ ইষ্ট বেঙ্গলের লেঃ শাহরিয়ার হাসান খানের নেতৃত্বে একটি টহল টিম দ্রবমূল্যের বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এসময় মেসার্স আমকান্দি স্টোর-এর (পাইকারি দোকান) স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে দোকানে দ্রব্যমূল্যের মূল্যের তালিকা সঠিক না থাকায় ও সয়াবিন তেলের সাথে অন্যান্য মাল ক্রেতাদের নিতে বাধ্য করার অপরাধে ৫০ হাজার টাকা,পাইকারী দোকান মনু মিয়া ষ্টোর-এর মালিক মনু মিয়াকে বিভিন্ন পন্যের মেয়াদোত্তীর্ণ হওয়ায় ১০ হাজার টাকা, মুদি দোকান লিটন পাল ষ্টোর-এর মালিক লিটন পালের দোকানে দ্রব্যমূল্যের তালিকা সঠিক না থাকায় ও সয়াবিন তেলের সাথে অন্যান্য মাল ক্রেতাদের নিতে বাধ্য করার অপরাধে ১০ হাজার টাকাসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ অনেক খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়। এছাড়াও অন্যান্য দোকান মালিকদের মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করতে এবং ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি না করতে কড়াভাবে সতর্ক করা হয়। অভিযান পরিচালনায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।