ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. হেলাল উদ্দিন বলেছেন, জামায়াত নারীর প্রতি সকল প্রকার সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে।
তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জামায়াত রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে নারীর প্রতি সকল সহিংসতা বন্ধ হবে। তিনি বলেন, যাদের হাতে নারী ও শিশু নির্যাতিত হয়, তারাই নারী স্বাধীনতার কথা বলে সমাজে নারী পুরুষের বিভেদ ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে চায়। যারা নারীর স্বাধীনতার কথা বলে তারা ক্ষমতায় থাকাকালীন কি করেছে প্রশ্ন রেখে তিনি বলেন, তাদের শাসনামলে নারী ও শিশু ধর্ষিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জামায়াতে ইসলামী মতিঝিল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারী ও শিশু নির্যাতন চিরতরে বন্ধ করা হবে এবং নারীদের স্বাধীনতা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, ইসলামে নারী-পুরুষ কিংবা ধর্ম বর্ণের কোনো বৈষম্য নেই। আল্লাহর আইনে মানুষ হিসেবে সকলেই সমান। তাই জামায়াত দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠীর বৈষম্য দূর করতে দৃঢ়প্রতিজ্ঞ । নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে নারী সমাজ অগ্রণী ভূমিকা রাখতে পারে। এজন্য তিনি আগামী নির্বাচনে সন্ত্রাস, চাঁদাবাজদের বয়কট করার আহ্বান জানিয়ে বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, বৈষম্যহীন এক কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে।
জুলাই বিপ্লব ছিল নতুন বাংলাদেশ বিনির্মাণের চেতনা উল্লেখ করে ড. হেলাল উদ্দিন বলেন যারা জুলাই শহীদদের রক্তের সাথে বেঈমানী করবে জাতি তাদেরকে কখনো ক্ষমা করবে না। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে যারা ‘না’ ভোট দেওয়ার প্রচারণা চালাচ্ছে তারা দেশ ও জাতির দুশমন।
এরাই মূলত আওয়ামী লীগের গুপ্ত দোসর। জুলাই যোদ্ধাদের নিয়ে বিদ্রুপ, খুনি হাসিনার বিচারের রায় নিয়ে আদালত অবমাননাসহ একের-পর এক বক্তব্য দেওয়া বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে বিএনপি সাংগঠিক কোনো পদক্ষেপ না নিলে জাতির বুঝতে বাকি থাকবে না ফজলুর রহমানের এসব বক্তব্য বিএনপির দলীয় বক্তব্য। যেই আওয়ামী লীগ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি রেখে শারীরিকভাবে অচল করে দিয়েছে!
অসুস্থ নেত্রীকে যারা চিকিৎসা করার সুযোগও দেয়নি সেই আওয়ামী লীগের অককর্মের মামলা তুলে নেওয়ার প্রতিশ্রুতি না দিয়ে অপরাধীদের বিচারে সহযোগিতা করতে তিনি বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান।
নতুন বাংলাদেশ গড়তে তিনি বিএনপিসহ দেশের সকল গণতন্ত্রকামী ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমীর মাওলানা মোতাসিম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক) মুহাম্মদ শামছুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে ঢাকা-৮ সংসদীয় এলাকার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।