সুনামগঞ্জ সংবাদদাতা
কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মংগলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এই পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন এর সভাপতিত্বে ও ফারহান শাহারিয়ার ফাহিম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম এর উপদেষ্টা ও সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক সুলতান আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেটের উপদেষ্টা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তারেক মনোয়ার।
মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শাকিব হাসান সাদ, প্রয়াস চৌধুরী প্রান্ত।
অনুষ্ঠানে ৩৮৪ জন মেধাবীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়। বিগত ৩১ অক্টোবর ৪র্থ শ্রেনী থেকে ১০ শ্রেণির স্কুল মাদ্রাসার প্রায় দশ হাজার শিক্ষার্থী কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে।