কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন ০৩ নং ফুলবাড়ী ইউনিয়নের বজরের খামার এলাকা থেকে ৩২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- ফুলবাড়ী থানাধীন বজরের খামার এলাকার মোঃ শাহিন আলম (২৬)।
ভারতীয় মাদকের মরণ ফাঁদে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত যুব সমাজকে বাঁচাতে এগিয়ে আসতে হবে প্রশাসন ও সচেতন মহল এবং সকল অভিভাবকে। প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ছাড়া এ সমাজকে আলোকিত করা বা মাদকমুক্ত করা একেবারেই অসম্ভব। তাই সীমান্তের পাহারায় নিয়োজিত বাহিনিসহ সর্বস্তরের প্রশাসনকে কঠোরতা অবলম্বনের বিকল্প নেই। এখানে উল্লেখ্য যে মাদকের গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে থাকায় মাদকমুক্ত সমাজ বিনির্মানে কার্যকরী কোনো কাজের কাজ হচ্ছে না। শুধু মাদক পরিবহন বা ছিঁচকে মাদক কারবারিদেরকেই আটক করে অদৃশ্য কারণে অথবা অর্থের বিনিময়ে মাদকের গডফাদাররা ধরা পরে না। এ অবস্থা চলতে থাকলে মাদকমুক্ত সমাজ গঠন অসম্ভব।
গত ১২ জানুয়ারি রাত আনুমানিক ০১:৪৫ ঘটিকা ফুলবাড়ী থানাধীন ৩ নং ফুলবাড়ী ইউনিয়নের বজরের খামার এলাকায় গ্রেফতারকৃত মাদক কারবারি শাহিনের নিজ বসতবাড়ি হতে ৩২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেল।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এস. এম মুক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন- ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। উক্ত বিষয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।