জামালপুর সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জে রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতালে সিজারিয়ান অপারেশন অব্যবস্থাপনায় ও ভুল চিকিৎসায় সাদিয়া আক্তার কল্পনা (২৩) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। সম্প্রতি জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক হাসপাতালটি সিল গালা করেছেন।

জানা যায়, গত ২২ সেপ্টেম্বর সাদিয়া আক্তার কল্পনাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সিজারিয়ান অপারেশনের সময় অতিরিক্ত রক্ত ক্ষরণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

জামালপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক বলেন, ঘটনাটি অত্যান্ত দুঃখজনক। প্রাথমিক তদন্তের ভিত্তিতে হাসপাতালের ওটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছ। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।