কিশোরগঞ্জ সংবাদদাতা : ন্যাশনাল ডক্টরস ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে উজান ভাটি চাইনিজ রেস্টুরেন্টে ডাক্তার সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন ঢাকাস্হ ইবনে সিনা হাসপাতালের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও এন ডি এফ কিশোরগঞ্জ জেলা সভাপতি প্রফেসর কর্ণেল ডাঃ জেহাদ খান। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওঃ আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওঃ নাজমুল ইসলাম, ডাঃ আব্দুস সামাদ, ডাঃ হাবিবুর রহমান, ডাঃ মাজহারুল হক ভূঁইয়া সজীব, ডাঃ মোঃ হাসান পারভেজ। স্বাগত বক্তব্য রাখেন ডাঃ আতিক সিকান্দার। বক্তব্য রাখেন ডাঃ মুজাহিদুল ইসলাম, ডাঃ দিদার মাহমুদ, ডাঃ সাঈদা জান্নাত সারা,

ডাঃ জূয়েল আহমদ প্রমুখ। সভায় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকগন অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ডাঃ আলভী আরাফাত।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. রমজান আলী কিশোরগঞ্জের স্বাস্থ্য খাতের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, জেলার ডাক্তারদের সমস্যাগুলো স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্য সচিবের কাছে পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, চিকিৎসকদের জীবনে কেবল পেশাগত সাফল্য নয়, পরকালীন সফলতাও গুরুত্বপূর্ণ। এজন্য অহংকারমুক্ত থেকে হালাল উপার্জন, উন্নত চরিত্র গঠন এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় অব্যাহত প্রচেষ্টা চালাতে হবে।