গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শাহাদাতবরণকারী তা'মীরুল মিল্লাতের প্রাক্তন ছাত্র শহীদ নাসির ইসলাম, ওসমান পাটোয়ারী, শাকিল পারভেজ, আলিফ, আদিলসহ জুলাই বিপ্লবের সকল শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই )তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে কেন্দ্রীয় ছাত্রসংসদ ‘টাকসু’-এর আয়োজনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ ড. হেফজুর রহমান, যিনি অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হ্যারেটেজ ফাউন্ডেশন বাংলাদেশের ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক। তিনি বলেন, "জুলাই বিপ্লব ছিল অন্যায়, দুঃশাসন ও নিপীড়নের বিরুদ্ধে ঈমানদীপ্ত এক আত্মত্যাগের ইতিহাস। শহীদরা শুধু তা'মীরুল মিল্লাত নয়, সমগ্র দেশের তরুণ সমাজের জন্য আদর্শ।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)-এর ভিপি মুহাম্মদ ইকবাল কবির এবং সঞ্চালনা করেন জিএস সাইদুল ইসলাম সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সহকারী অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন আল আযহারী, প্রভাষক মাওলানা নুরুল হক, গণিত বিভাগের প্রভাষক মাজহারুল ইসলামসহ মাদরাসার অন্যান্য শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা।
দোয়া মাহফিল শেষে ছাত্রনেতারা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।