নরসিংদী সংবাদদাতা

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পরিশ্রম করে যাচ্ছে। অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি গতকাল বুধবার বিকেলে নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

তিনি নরসিংদীতে সবজি, ফলÑফলাদি ও তরি-তরকারি উৎপাদনে চাষিদের ভূয়সী প্রশংসা করে বলেন, নরসিংদীর চাষিরা কঠোর পরিশ্রম করে প্রচুর পরিমাণ ফল-ফলাদি উৎপাদন করে এবং তা বেশির ভাগ বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। কিন্তু ফল-ফলাদি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় হিমাগার নেই। সবজি সংরক্ষণে ১০০টি মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান।

বর্তমানে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পেঁয়াজের দাম কেজিতে ৪০ টাকা বেড়ে গেছে। আমরা যখন আমদানি শুরু করলাম তখন আবার দাম পড়ে গেছে। তবে কেজিতে ৭০ টাকার নিচে যেন পেঁয়াজের দাম না নামে সেদিকে খেয়াল রাখতে হবে। নয়তোবা কৃষক ক্ষতিগ্রস্ত হবে।