সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম গং কর্তৃক ঈদগাহ এর জমি থেকে বিশালাকৃতির ইউক্যালিপটাস গাছ কেটে আত্মসাৎ করার অভিযোগ মিলেছে। সম্পূর্ণ গায়ের জোরে এবং ঈদগাহ কমিটির অগোচরে এই কাজ করা হয়েছে বলে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ঈদগাহ কমিটির সভাপতি মোঃ আশরাফুল ইসলাম। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৮ এপ্রিল) ওই ইউনিয়নের লক্ষণপুর চরকপাড়া ডাঙ্গারহাট এলাকায়।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার মৃত ডাইরকা মামুদের ছেলে, ওয়ার্ড মেম্বার ও ঈদগাহ কমিটির সেক্রেটারি আব্দুস সালাম, তার ভাই গোলাম মোস্তফা এবং সহযোগী একই এলাকার মৃত সাহার উদ্দিনের ছেলে ইলিয়াস আলী ও মৃত আব্দুল গফুর সরকারের ছেলে আইয়ুব আলী শুক্রবার সকাল ৯ টায় ঈদগাহ কমিটির সদস্যদেরকে না জানিয়ে, সকলের অগোচরে ঈদগাহ থেকে ২টি বিশালাকৃতির ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে গেছে। গাছ দুটির দাম আনুমানিক প্রায় ৪০ হাজার টাকা। কমিটির লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই অন্যায় কাজের প্রতিবাদ করায় আব্দুস সালামসহ অন্যান্যরা গালিগালাজ করাসহ চড়াও হয়। এক পর্যায়ে বলে এব্যাপারে বাড়াবাড়ি করলে ভালো হবেনা। নানা ভয়ভীতি দেখায়, এমনকি প্রাণনাশের হুমকিও দেয়।

ঈদগাহ কমিটির সভাপতি আশরাফুল ইসলাম বলেন, ওয়ার্ড মেম্বার আব্দুস সালাম সম্পূর্ণ গায়ের জোরেই একাজ করেছেন। ইতোপূর্বেও তারা এভাবে ঈদগাহের গাছ কেটে সাবার করেছে। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় তারা আগে এমন অবৈধ কাজ প্রায়ই করলেও কেউ ভয়ে প্রতিবাদ করতে পারতো না। কিন্তু পট পরিবর্তনের পরও তার এমন অন্যায় কাজ মেনে নেয়া যায়না। কারণ ঈদগাহ মূলতঃ এলাকার সর্বস্তরের মানুষের। তাছাড়া এটি ওয়াকফ্কৃত জমি। সেখান থেকে এভাবে গাছ কেটে নেয়া গ্রহণযোগ্য নয়। আর প্রয়োজন হলে তা কমিটির মাধ্যমে রেজুলেশন করে এলাকাবাসীর সম্মতিতে করতে হবে। কিন্তু আব্দুস সালাম ও তার পরিবার এখনও ইচ্ছেমত কারবার করে চলেছেন। এর বিচার হওয়া প্রয়োজন।