রংপুর অফিস, বদরগঞ্জ সংবাদদাতা : রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় রাতের আঁধারে শতাধিক ফলদ আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় কৃষক হায়দার আলী। এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার বলছে, পরিকল্পিতভাবেই এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। ঘটনাটি ঘটেছে বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাদাই খামার নদীর চর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিচর্যা করা ফলদ আমবাগানে গভীর রাতে প্রবেশ করে দুর্বৃত্তরা একের পর এক আমগাছ কেটে ফেলে। সকালে উঠে বাগানে গিয়ে এমন দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন ভুক্তভোগী কৃষক পরিবার।

আমবাগানের মালিক হায়দার আলী বলেন, এই নদীর চরের জমি আমি দীর্ঘ ১৫-২০ বছর ধরে চাষাবাদ করে জীবন যাপন করতেছি। আমগাছগুলোই ছিল আমার পরিবারের জীবিকার প্রধান ভরসা। ৬-৭ বছর ধরে যত্ন করে গড়ে তুলেছি। রাতের আঁধারে শতাধিক গাছ কেটে দিয়ে আমাকে নিঃস্ব করে দেয়া হয়েছে। এর পেছনে যারা জড়িত, তা খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। প্রতিটি গাছ ফল দেয়ার উপযোগী ছিল। এতে আমাদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মমতাজ আলী বলেন, এটি অত্যন্ত ন্যক্কারজনক ও দুঃখজনক ঘটনা। একজন কৃষকের বছরের পর বছর পরিশ্রম এক রাতের আধারে ধ্বংস করে দেয়া হয়েছে। আমি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। দুর্বৃত্তরা খুবই পরিকল্পিতভাবে এই কাজ করেছে। রাতে কেউ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার।

উত্তর মাদাই খামার স্থানীয় বাসিন্দা সোবান মিয়া বলেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এই কাজ করেছে। রাতে কেউ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। ‎এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।