প্রতিবছর ঈদ এলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা এলাকায় তীব্র যানজট যেন স্বাভাবিক চিত্র হয়ে ওঠে। যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে দুর্ভোগ পোহানো ছিল ঘরমুখো মানুষের নিয়তি। তবে এবার দৃশ্যপট বদলেছে। নেই সেই চিরচেনা যানজট, নেই যানবাহনের দীর্ঘ সারি। স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ, যা এবারের ঈদ আনন্দকে আরও রঙিন করে তুলেছে।

শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকেই মহাসড়কে ঘরমুখো মানুষের স্রোত শুরু হয়। তবে যানবাহনের পর্যাপ্ত সরবরাহ ও পুলিশের তৎপরতায় সেই চাপ যানজটে রূপ নেয়নি। ফলে নির্ঝঞ্ঝাট যাত্রায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

যদিও এবার বড় ধরনের যানজট দেখা যায়নি, তবে চন্দ্রার কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল কিছুটা ধীরগতির। আশুলিয়া, বাইপাইল, নবীনগর ও জিরানী বাজার থেকে চন্দ্রা পর্যন্ত বিভিন্ন মোড়ে বাস ও যাত্রীদের ভিড় রয়েছে। ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে দুপুরের পরে কিছুটা বেড়েছে গাড়ির চাপ। তাই থেমে থেমে যানজট হচ্ছে।

যানজট রোধে পুলিশের তৎপরতা

গাজীপুর জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশ ঈদযাত্রা নির্বিঘœ করতে সক্রিয় ভূমিকা পালন করছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, “এবারের ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় যানবাহনের চাপ ধাপে ধাপে পড়ছে, ফলে যানজটও কম হয়েছে। এছাড়া, গাজীপুরে শ্রমিকরা মাঝে মাঝে দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামেন, এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। তবে এবার মালিক-শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে সে ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে।”

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, “এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যাত্রীরা নিরাপদে যাতায়াত করছে, আর পুলিশ সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে।”

যাত্রীদের এই স্বস্তির যাত্রা ঈদ পর্যন্ত বজায় থাকবে কিনা, তা সময়ই বলে দেবে। তবে এখন পর্যন্ত নির্ঝঞ্ঝাট ঈদযাত্রা ঘরমুখো মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।