স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গাজীপুরে উদযাপিত হয়েছে ‘আন্তর্জাতিক অভিভাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫'। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল-দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ, যা প্রবাসী কর্মীদের দক্ষতা, অবদান ও জাতীয় অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার বার্তা তুলে ধরে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। তিনি বলেন, প্রবাসী কর্মীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। নিরাপদ অভিবাসন, দক্ষতা উন্নয়ন এবং প্রবাসীদের অর্জিত রেমিট্যান্সের সঠিক ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা।

এর আগে দিবসটি উপলক্ষে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, গাজীপুরের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মহানগরীর জনশক্তি অফিস থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় প্রবাসী কল্যাণ, নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নের নানা বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করা হয়।

আলোচনা সভা শেষে প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়, যা অনুষ্ঠানের মানবিক দিককে আরও উজ্জ্বল করে তোলে। পাশাপাশি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস চত্বরে প্রবাসী মেলা ও জব ফেয়ার উদ্বোধন করা হয়। মেলা ও জব ফেয়ারে বিদেশে কর্মসংস্থানের সুযোগ, দক্ষতা উন্নয়ন, নিরাপদ অভিবাসন ও সরকারি-বেসরকারি সেবাসমূহ সম্পর্কে প্রবাসী প্রত্যাশী ও সাধারণ মানুষকে তথ্য দেওয়া হয়।

দিনব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে প্রবাসী কর্মীদের অবদানকে সম্মান জানানো এবং নিরাপদ, দক্ষ ও মর্যাদাপূর্ণ অভিবাসনের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করা হয়।