চট্টগ্রামের বাকলিয়ায় এক চিকিৎসকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন নগরের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকেরা। গত বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে ‘সর্বস্তরের চিকিৎসকবৃন্দ’ ও ‘ন্যাশনাল ডক্টরস ফোরাম, চট্টগ্রাম’-এর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নগরের বাকলিয়া এলাকায় চাঁদাবাজির টাকা না দেয়ায় চিকিৎসক ইকবাল হোসেনকে মারধরের অভিযোগ ওঠে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর সাহায্য চাওয়ার একটি ৩৬ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তাঁর মুখ রক্তাক্ত অবস্থায় তিনি জানান, ‘আমি ডাক্তার ইকবাল। বাকলিয়ার পুরাতন চারতলায় আছি। বিএনপির হারুনসহ সন্ত্রাসীরা টাকা না দেয়ায় আমাকে মারছে, খুঁজছে। আমি লুকিয়ে আছি একটি ঘরে। ৯৯৯-এ ফোন দিয়েছি ২০-৩০ মিনিট হয়ে গেছে, এখনো কেউ আসেনি। আমার ভাগনে-ভাগনিকে নিয়ে গেছে। আমাকে বাঁচান।’
পুলিশ সূত্রে জানা গেছে, ইকবাল হোসেন (৩৮) নগরের ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক। হামলার পর তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার স্থান নগরের বাকলিয়া এলাকার পুরাতন চারতলা।
মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, ন্যাশনাল ডক্টরস ফোরাম চট্টগ্রামের সভাপতি এ টি এম রেজাউল করিম, সাধারণ সম্পাদক এরফান চৌধুরী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নাসের প্রমুখ।
বক্তারা বলেন, অতীতের স্বৈরাচারী শাসনামলেও চিকিৎসক ইকবাল হোসেন নির্যাতনের শিকার হয়েছেন। আজও ফ্যাসিবাদী ও চাঁদাবাজ চক্র রূপ বদলে সক্রিয় রয়েছে। তাদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ ও পেশাজীবীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।