আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা : আশাশুনিতে দাওয়াতী গণসংযোগ-২০২৫ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ এপ্রিল সকাল ১০টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ শিক্ষার শিবির অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি প্রভাষক শাহজাহান হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী বোরহান উদ্দিন’র সঞ্চালনায় শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা আবু মুছা তারিকুজ্জামান তুষার, মাওলানা নূরুল আবছার মুর্তাজা ও মাওলানা আনওয়ারুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি মাসুম বিল্লাহ খাঁন, সাবেক মেম্বর মাওলানা খোরশেদ আলম, শ্রমিক নেতা আবুল কাশেম সানা, হযরত আলী, আইয়ুব রসুল, আবারুল ইসলাম প্রমুখ। শিক্ষা শিবিরে বক্তারা শ্রেণী ভিত্তিক প্রত্যেক শ্রমিকের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।