আগামী ২৪ জানুয়ারি শনিবার বগুড়ায় আসছেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। তিনি সকাল ১০টায় বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে বিশাল নির্বাচনী জনসভায় ভাষন দিবেন। এ উপলক্ষে আমীরে জামায়াতের নির্বাচনী সমাবেশ সফল করতে সোমবার রাতে বগুড়া শহর জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। শহর জামায়াতেরে সেক্রেটারী ও বগুড়া-৬ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন শহর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী রফিকুল আলম, এ্যাডভোকেট আল আমিন, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মানব সম্পদ সম্পাদক সেলিম রেজা, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, মাওলানা হেদায়তুল ইসলাম, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী, মাওলানা আব্দুল হালিম বেগ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।