এমপিওভুক্ত ও জাতীয়করণের দাবিতে রাজধানীর প্রেসক্লাবের সামনে সভা করছিল বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। এতে পুলিশ বাধা দিলে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। এতে নারীসহ আট জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। আহতরা হলেন, মো. আরিফ উদ্দিন (৩৮), গোলাম রব্বানী (৩৫), হাফেজ রবিউল ইসলাম (৩০), মশিউর রহমান (৪২), পপি (৩৭), স্মৃতি আক্তার (৩০), সফিতা বিশ্বাস (৩০) ও হোসনে আরা (৩৫)।
আহতদের হাসপাতালে নেওয়া সহকর্মী আতাউর রহমান বলেন, আমরা এমপিওভুক্ত ও জাতীয়করণের দাবিতে গতকাল বিকালের দিকে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভায় জড়ো হয়েছিলাম। এ সময় পুলিশ আমাদের জোর করে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন সংঘর্ষ হয়। এতে আমাদের আট জন সমন্বয়ক আহত হলে তাদের ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গতকাল বিকালের দিকে প্রেসক্লাব থেকে আহত অবস্থায় নারীসহ আট জনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এদের মধ্যে কয়েকজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।