শনিবার জাতীয় প্রেস ক্লাবে একজন সিনিয়র সাংবাদিকসহ দেশের বিভিন্নস্থানে অনুষ্ঠিত সভা-সমাবেশে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ ও নাজেহাল করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
গতকাল সোমবার বিএফইউজে ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী ও ডিইউজে সভাপতি মো শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ বিবৃতিতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবিসহ সংশ্লিষ্ট সকলকে সাংবাদিকদের সঙ্গে সংযত আচরণের আহবান জানিয়ে বলেন, সাংবাদিকদের পেশাগত প্রতিষ্ঠান জাতীয় প্রেসক্লাব অঙ্গনে এ দেশের ইতিহাসের অনেক অধ্যায় রচিত হয়েছে। রাজপথে দাঁড়াতে না পেরে অথবা আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও সংস্কৃতিসেবীরা প্রেস ক্লাবে অবস্থান নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করেছেন।
নেতৃবৃন্দ বলেন, জাতীয় প্রেসক্লাব সাংবাদিকদের সেকেন্ড হোম। প্রেস ক্লাবকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার। স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দেশে বহু গণতান্ত্রিক উত্থান-পতনের সাক্ষী এই প্রেসক্লাব। প্রতিষ্ঠানটি একান্তভাবে পেশাদারদের হলেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা পালনকারী রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিসহ সমাজের বিশিষ্ট জনকে মেহমানদারি করা সাংবাদিকদের রেওয়াজের অংশ। এজন্য রাজনৈতিক নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধি বা বিশিষ্টজনরা প্রেসক্লাবে এলে সাংবাদিকরা তাদের পাশে থাকেন এবং সর্বাত্মক সহযোগিতা করেন। কিছু কিছু রাজনৈতিক নেতা এটাকে ধারণ করতে ব্যর্থ হন।
সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে একজন সিনিয়র সাংবাদিকের সাথে একজন রাজনৈতিক নেতা যে অশোভন আচরণ করেছেন, এটাকে চরম অসভ্যতা বলে আমরা মনে করছি। এ ঘটনায় সাংবাদিক সমাজে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা স্মরণে রেখে আগামীতে আরো সতর্ক ও সংযত হওয়ার আহ্বান জানান।