ঝিনাইদহ সংবাদদাতা : বর্ষা এলেই যেন বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয় ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বকসিপুর গ্রামের রাস্তাটি। রাস্তাটিতে কাদা, গর্ত আর পানিবদ্ধতায় এমন দুর্ভোগ তৈরি হয় যে, অনেক সময় এই গ্রামের মেয়েদের বিয়ের প্রস্তাবও ফিরিয়ে দেয় অন্য এলাকার পরিবারগুলো।
এই দুর্ভোগ লাঘবে গতকাল শনিবার (৯ আগস্ট) সকালে উক্ত সড়কে রাবিস ফেলে সাময়িক চলাচলের ব্যবস্থা করে দেয় ৩নং সাগান্না ইউনিয়ন জামায়াত।
স্থানীয় বাসিন্দা আঃ খালেক লস্করের কণ্ঠে ক্ষোভ, আষাঢ়-ভাদ্র মাসে এই রাস্তার অবস্থা দেখে কেউ আমাদের এলাকায় আত্মীয়তা করতে চায় না। আত্মীয়ের বাড়ি যেতে হলে নতুন পোশাক ব্যাগে ভরে নিয়ে গিয়ে গন্তব্যে পৌঁছাতে হয়।
একই গ্রামের কৃষক মানোয়ার, করিম ও হাফিজুর জানান, বাজারে কৃষিপণ্য নিতে গেলে ভ্যান ভেঙে যায়, না হয় পণ্য পড়ে যায়। ছেলে-মেয়েরাও স্কুলে যেতে পারে না। এ বিষয়ে সাগান্না ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইকরামুল হক বলেন,জনগণের কষ্ট লাঘবে কয়েক গাড়ি রাবিস ফেলে সাময়িকভাবে সংস্কারের চেষ্টা করেছি। তবে সরকারের পক্ষ থেকে স্থায়ীভাবে রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নেতা ইউনূস আলী, একরামুল কবির, ফিরোজ আলমসহ বকসিপুর গ্রামের স্থানীয় নেতৃবৃন্দ।